জবাবদিহিতার জন্য স্বেচ্ছাসেবকদল নেতা রানাকে কেন্দ্রে তলব
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
জবাবদিহিতার জন্য স্বেচ্ছাসেবকদল নেতা রানাকে কেন্দ্রে তলব
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় দোকানের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে মহানগর ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা গোলাম সারোয়ার সাঈদের উপর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে রানা বাহিনীর হামলা ও লাঞ্চিত করার ঘটনায় ডিসি, এসপি, সেনাবাহিনীর মেজর এবং সিটির উপ-সচিবের উপস্থিতিতে বিচার বিশ্লেষণ শেষে রানা এই দোকান মালিকানায় অবৈধ হিসেবে গণ্য হয়েছেন।
এছাড়া রানা বাহিনীর হামলা ও লাঞ্চিত করার ঘটনায় এখনো মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া রানার রাজনৈতিক সংগঠন স্বেচ্ছাসেবকদলেও বিচার গিয়েছে ইতিমধ্যে যেকোন সময়ই কেন্দ্রীয় দপ্তরে রানাকে জবাবদিহিতার জন্য ডাকা হতে পারে। রানার বিরুদ্ধে একের পর এক অভিযোগে যেকোন সময় দলীয় পদের অবলোপন ঘটতে পারে। তাছাড়া নারায়ণগঞ্জের সকল প্রশাসনিক পর্যায়ে রানার সকল অপকর্মের ফিরিস্তি থাকায় যেকোন সময় আইনশৃঙ্খলা বহিনীর নজরদারীতে পড়তে পারেন।
সোমবার (৭ জুলাই) সকালে জামায়েত নেতার উপর হামলা ও লাঞ্চিত করার ঘটনা ঘটে এসময় স্বশরীরে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব হাসান জুলহাস,নুরুজ্জামান। কিন্তু সূত্র মতে জানা গেছে, স্বেচ্ছাসেবক দল নেতা রানা স্বশরীরে ঘটনাস্থলে আসলেই সাঈদের উপর বৃষ্টির মতো হামলা হতে থাকে।
এছাড়া গত ৫ আগষ্টের পর থেকেই রানার বিরুদ্ধে পরিবহন সেক্টর দখল, চাষাড়ায় স্ট্যান্ড নিয়ন্ত্রণ, রেললাইনের দোকান, ফুটপাত, জমি দখল, চাঁদাবাজি, মিশনপাড়া, আমলাপাড়া এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারীদের শেল্টারসহ নানান অভিযোগ আসতে থাকে। এছাড়া মেট্রোহলের বাস স্ট্যান্ডের শ্রমিক সমিতি এবং মালিক সমিতির চাঁদা উঠানোকে কেন্দ্র করে বিরোধে কথায় কথায় (গুলি) করতে চান স্বেচ্ছাসেবক দল নেতা রানা এমন অভিযোগ আসে এবং সংবাদ প্রকাশিত হয়েছে।
এরপর থেকেই রানা আন্ডারগ্রাউন্ড থেকে সকল অপকর্মে সম্পৃক্ত হতেন। এদিকে গত বছরের ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্ধন পরিবহণ দখল নিয়ে জাকির খান বলয়ের সাথে সংঘর্ষে জড়ান সেখানেও এক ব্যক্তিতে প্রকাশ্যে গুলি করতে দেখা যায়। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া রানার নেতৃত্বে তার বাহিনীর সংঘবদ্ধ হামলার ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল।
কিন্তু জামাত নেতার সাথে রানার দোকান মালিকানা নিয়ে বিরোধ ঘটনায় উল্লেখিত হলেও এই ঘটনায় রানা কোন ফ্যাক্টরই নয় সে লিজকৃত ব্যক্তি হলেন আশিকুল আশিকুলের ভাড়াটিয়া রানা কিন্তু সিটির সম্পত্তি অপর কোন ব্যক্তির নিকট ভাড়া না হওয়ার কারণে রানা অবৈধ হিসেবে বিভেচিত হন ডিসি অফিসে এই ঘটনার বিচার বিশ্লেষণে জামায়াত নেতা সাঈদ নিশ্চিত করেন। কিন্তু হামলা লাঞ্চিত আগে জমির লিজকৃত মালিক বা জমির মালিক না হওয়াতেও জামায়াত নেতার নিকট রানা বৃহৎ আকাড়ে চাঁদা দাবি করেছিলেন রানা। যারা বিনিময়ে নির্বিঘ্নে জামায়াত নেতাকে তার ভূমিতে কাজ করার সুযোগ দেবেন বলে অফার করেছিলেন।
কিন্তু গত ৫ই আগস্টের পর রানার বিরুদ্ধে একের পর এক স্বেচ্ছাসেবদলের কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ গেলেও বরাবরের মত এবার অভিযোগ গিয়েছে। তাছাড়া কেন্দ্রীয় নেতারা তাকে বরাবর কেন্দ্রীয় দপ্তরে ডেকে শাসালেও সে সতর্ক না হওয়ায় এবার তার বিরুদ্ধে সাংগঠনিক গুরুতর ব্যবস্থা নিতে পারেন কেন্দ্র এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। তাছাড়া প্রশাসনের নিকট তার সকল অপকর্মের ফিরিস্তি থাকায় যেকোন সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তার অপকর্মের অভিযোগের কারণে আইনের আওতায় আসতে পারেন।


