Logo
Logo
×

বিশেষ সংবাদ

বিমান দুর্ঘটনায় প্রাণহানি, ২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

বিমান দুর্ঘটনায় প্রাণহানি, ২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিমান দুর্ঘটনায় প্রাণহানি, ২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা

Swapno



রাজধানীর মাইলস্টোন কলেজের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করেছে সরকার। আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) দিনটি আধা-দাপ্তরিক শোক দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।


সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে৷ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ।


প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যাপীঠে পতিত হওয়ার ফলে ঘটনাস্থলে অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সরকার গভীরভাবে শোকাভিভূত।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামীকাল ২২ জুলাই (মঙ্গলবার) দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া, বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও একইভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।


শুধু তাই নয়, নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।


উল্লেখ্য, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ বহু সাধারণ মানুষের প্রাণহানি ঘটে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন