২০২৪’র ৩১ জুলাই মার্চ ফর জাস্টিস-উত্তাল সারাদেশ
আগের দিনে ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচী বাস্তবায়নে ২০২৪ সালের ৩১ জুলাই দেশজুড়ে বিক্ষোভ মিছিলসহ পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়াসহ গ্রেফতার ও হতাহতের ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা এই কর্মসূচীতের একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেন দেশের বিভিন্ন এলাকার আইনজীবীগণ।
প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর এই দিন চালু করা হয় ফেসবুক, ইউটিউব ও টিকটক। এইদিনের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ওরফে ডিবি হারুনের বদলির আদেশ। তাকে ডিএমপির ক্রাইম এন্ড অপারশেন শাখায় বদলি করা হয়।
২০২৪ সালের ৩১ জুলাই প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর চালু করা হয় ফেসবুক, ইউটিউব ও টিকটক। এর আগে কোটা আন্দোলন চলাকালে ১৭ ও ১৮ জুলাই বন্ধ হয়ে যাওয়া ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট দুইদিন আগে চালু করলেও ফেসবুক, ইউটিউব ও টিকটক বন্ধ রাখা হয়। এগুলো ভিন্ন উপায়ে কিছু কিছু চালু করতো সাধারণ জনগণ। সরকারের পক্ষ থেকে কিছু আপত্তিমূলক কন্টেন্ট ও কিছু বিব্রতকর পোস্টের কারণে বন্ধ করা হয় বলে জানানো হয়। এসব প্রতিষ্ঠান সরকারের অনুরোধের প্রতি আশানুরূপ সাড়া না দেওয়ায় এগুলো বন্ধ করা হয় বলেও জানানো হয়। ৩১ জুলাই ফেসবুক, ইউটিউব ও টিকটকের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার।
এইদিন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্তি কমিশনার হারুন অর রশিদকে ডিবির দায়িত্ব থেকে বদলি করে ডিএমপি’র ক্রাইম এন্ড অপারেশনস বিভাগের দায়িত্ব দেওয়া হয়। ওনি ডিবি হারুন হিসেবেই দেশজুড়ে পরিচিত ছিলেন। কোটা আন্দোলনের বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি দেশজুড়ে আলোচনা সমালোচনার খোরাকে পরিণত হন।
বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে নিরাপত্তার অজুহাতে ডিবি হেফাজতে নিয়ে আসা এবং খাবার খাওয়ানোর ভিডিও ফলাও করে প্রচার করার বিষয়টি দেশজুড়ের সমালোচনার ঝর তোলে। এরই মধ্যে বিষয়টি নিয়ে মশকরা করার মন্তব্য করেন আদালত। এর আগেও নেতাসহ বিভিন্ন ব্যক্তিকে তুলে এনে খাবারও খাওয়ানোর ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করার কারণে ডিবি হারুনের অফিসকে ভাতের হোটেল বলেও আখ্যায়িত করা শুরু হয়।
চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থন জানিয়ে ৩১ জুলাই বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন বিভাগের আইনজীবীরা। বেশ কয়েক জায়গায় আইনজীবীদের মিছিলে পুলিশ বাধা দিলে এই সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শতাধিক আইনজীবী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। এই সময় শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা।
২০২৪ সালের ৩১ জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে প্রিজন ভ্যানের সামনে এক তরুণীর রুখে দাঁড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলে। বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইকে বাঁচাতে দুঃসাহসিক সেই দৃশ্যের জন্ম দেন নুসরাত নামের এক শিক্ষার্থী। সেদিন হাইকোর্ট এলাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় পুলিশ হঠাৎ করে ধরপাকড় শুরু করলে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই নূর হাসানকে গ্রেফতারের হাত থেকে বাঁচাতে জীবন বাজি রেখে একাই দাঁড়িয়ে পড়েন প্রিজন ভ্যানের সামনে। সেখানে বেশ কিছুক্ষণ সে একাই পুলিশের ভ্যানটিকে আটকিয়ে রাখে। পরে মহিলা পুলিশ এসে তাকে ভ্যানের সামনে থেকে টেনে-হিঁচড়ে সরিয়ে দেয়।
মার্চ ফর জাস্টিস কর্মসূচীতের বরিশাল সদরের সড়কে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ বাধার সম্মুখীনে পড়ে। এ সময় তারা পুলিশের বাধা অতিক্রম করে মিছিল করতে চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে। সেখানে বেশ কয়েকজন সাংবাদিক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ১২ থেকে ১৫ জন আহত হন বলে জানা যায়। চট্টগ্রামে শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের সাথে কর্মসূচীতে অংশগ্রহণ করেন আইনজীবীরা। সেখানে পুলিশের বাধায় আন্দোলনকারীরা সামনে এগুতে না পারলে আইনজীবীদের সহযোগিতায় আদালত চত্বরেই বিক্ষোভ কর্মসূচী পালন করেন। রাজশাহী আদালত এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা।
সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। সেখানে ইটপাটকেল নিক্ষেপসহ পুলিশের রাবার বুলেটে বেশ কয়েকজন আহত হন। সিলেটে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খুলনা সাত রাস্তার মোড় এলাকায় শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচীর শুর করার পর পুলিশ বাধা দেয়।
এ সময় পুলিশের বেরিকেড ভেঙ্গে এগিয়ে যায় শিক্ষার্থীরা। আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন সাভারের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় প্রতিবাদ মিছিলসহ পথ সভা করেন তারা। এছাড়া ময়মনসিংহ, দিনাজপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, চাদপুর, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালন করে আন্দোলনকারীরা।


