Logo
Logo
×

বিশেষ সংবাদ

তিনটি আসনের সীমানা পুনর্র্নিধারণ শুনানি ২৬ আগস্ট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

তিনটি আসনের সীমানা পুনর্র্নিধারণ শুনানি ২৬ আগস্ট

তিনটি আসনের সীমানা পুনর্র্নিধারণ শুনানি ২৬ আগস্ট

Swapno

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণে আগামী ২৬ আগস্ট (মঙ্গলবার) নারায়ণগঞ্জের তিনটি আসনের শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে।

সোমবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। গত ৩০ জুলাই ইসি প্রকাশিত খসড়ায় দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণ করা হয়। প্রস্তাবিত খসড়ায় নারায়ণগঞ্জের তিনটি আসন— ৩, ৪ ও ৫-এর সীমানা পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। ইসির সুপারিশ অনুযায়ী, সোনারগাঁও উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে বন্দর উপজেলা। এতে সোনারগাঁওয়ের দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার পাশাপাশি বন্দরের পাঁচটি ইউনিয়নও যুক্ত হবে। এ পাঁচটি ইউনিয়ন বর্তমানে নারায়ণগঞ্জ-৫ আসনের আওতায় রয়েছে।

নতুন খসড়ায় নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বাদ পড়ছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। তবে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নয়টি ওয়ার্ড। ইসির প্রস্তাবে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সবগুলো ২৭টি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত করা হবে। 

অন্যদিকে, নারায়ণগঞ্জ-৪ আসন গঠিত হবে সদর উপজেলার ফতুল্লা, কাশিপুর, কুতুবপুর, বক্তাবলী ও এনায়েতনগর ইউনিয়ন এবং নাসিকের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নয়টি ওয়ার্ড নিয়ে। তবে নতুন খসড়ায় এ আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। এর ফলে সিদ্ধিরগঞ্জের নয়টি ওয়ার্ড বাদ যাবে, যা যাবে নারায়ণগঞ্জ-৫ আসনের আওতায়।

খসড়া প্রকাশের পর নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতারা ১০ আগস্ট পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ পান। ইসি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা লিখিত আপত্তি ও পরামর্শগুলো প্রকাশ্য শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, শুনানিতে কেবল গেজেটে বর্ণিত নীতিমালার ব্যত্যয় সংক্রান্ত আপত্তি বিবেচনা করা হবে। নতুনভাবে উত্থাপিত আপত্তি বা সময়সীমার বাইরে আসা কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। আপত্তিকারী বা তাঁর আইনজীবী ছাড়া অন্য কেউ অংশ নিতে পারবেন না। শুনানিতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের খসড়া প্রকাশের পর নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতারা সুপারিশে আপত্তি জানান।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন