ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫টাকা ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করলেন ডিসি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫৫টাকা ভাড়ার সিদ্ধান্ত স্থগিত
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত ৫০ টাকা ভাড়াতেই এই রুটে বাস চলাচল করবে।
শুক্রবার (২২ আগষ্ট) সকালে এক বিবৃতিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একথা জানান।
এসময় ডিসি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহন এর ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে।
এর আগে গত ২০ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়।


