Logo
Logo
×

বিশেষ সংবাদ

না.গঞ্জের ৩টি আসনের সীমানা পরির্বতন চূড়ান্ত

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জের ৩টি আসনের  সীমানা পরির্বতন চূড়ান্ত

না.গঞ্জের ৩টি আসনের সীমানা পরির্বতন চূড়ান্ত

Swapno

জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ টি আসনের মাঝে ৩টি আসনে নির্বাচন কমিশন খসরা তালিকায় সিমানা পরিবর্তন করেছিলেন। কিন্তু আপত্তির শুনানির পরে তা পরিবর্তন করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। এই সিমানার ভিত্তিতেই আগামী নির্বাচন হবে বলে জানান নির্বাচন কমিশন। এতে করে নারায়ণগঞ্জের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা মাঠে সক্রিয় হয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়া নিজেদের মত করে মানুষের সামনে তাদের কাজ কর্ম তুলে দরছেন। যদিও আগামী বছরের ফেব্রুয়ারি মাঝামাঝিতে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনুস।

এদিকে রাজনৈতিক দল গুলোর সম্ভাব্য এমপি প্রার্থীরা পুরোদমে নির্বাচনের জন্য মাঠে নেমে প্রস্তুতি নিচ্ছেন। সেই অনুপাতে নারায়ণগঞ্জের ৫টি আসনের মাঝে কোন আসন থেকে কারা নির্বাচনে প্রার্থী হবে তারাও এখন লড়ে চরে বসেছে। কেননা নির্বাচনী আসনের সীমানা একটি গুরুত্বপুর্ণ অংশ।

নির্বাচন  কমিশনের তথ্যমতে, নারায়ণগঞ্জের ৩ টি আসনে সীমানা পরিবর্তন করে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে ছোট খাটো পরিবর্তন করে নতুন সীমানার চুড়ান্ত প্রকাশ করে নির্বাচন কমিশন। এই প্রজ্ঞাপনে জানানো হয় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক, গোগনর্গ,কাশিপুর, এনায়েত নগর, ফতুল্লা, বক্তাবলী,কতুবপুর ইউনিয়ন সহ ৭টি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন গঠিত হয়। বিগত আওয়ামী লীগ ক্ষমতা থাকা কালিন সময়ে নারায়ণগঞ্জ ৪-আসনটি ফতুল্লার ৫টি ইউনিয়ন এবং সিদ্ধিরগঞ্জ এলাকার সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ড নিয়ে ছিল। যা বর্তমানে চুড়ান্ত ভাবে সেখানে সিদ্ধিরগঞ্জ থানা বাদা দিয়ে আলীরটেক এবং গোগনগর ইউনিয়ন যুক্ত করা হয়।

এছাড়া নারায়ণগঞ্জ ৫ আসনটি সদরের থাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ টি ওয়ার্ড বন্দরের ৭টি ওয়ার্ড সহ বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ন নিয়ে চুড়ান্ত সীমানা তালিকা প্রকাশকরে নির্বাচন কমিশন। এর আগে বিগিত সময়ে আওয়ামী লীগের নির্বাচনের সময় সদর বন্দরের সাথে আলীরটেক ইউনিয়ন এবং গোগনগর ইউনিয়নকে নারায়ণগঞ্জ-৫ আসনে রাখা হয়। কিন্তু অন্তবর্তিকালিন সরকারের নির্বাচন কমিশন তা কিছুটা পরিবর্তন করে দুটি আলীরটেক ও গোগনগর ইউনিয়ন বাদ দেয়।

অপরদিকে নারায়ণগঞ্জ ৩ আসনটি সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার ১০টি ওয়ার্ড এবং সোনারগাঁ উপজেলার ১০ টি ইউনিয়ন নতুন ভাবে চুড়ান্ত ভাবে সীমানা তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে ২০০৮ সনের নির্বাচনে একই সীমানায় নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ২০১৪,২০১৮ সবশেষ ২০২৪ সনের নির্বাচনে শুধু সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ত্রয়োদশ নির্বাচনে চুড়ান্ত ভাবে সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ থানাকে নিয়ে সীমানা নিয়ে নির্বাচনী এলাকার গেজেট প্রকাশ করে।  

সূত্র বলছে,এর আগে গত ৩০ জুলাই ইসি প্রকাশিত প্রস্তাবিত খসড়ায় নারায়ণগঞ্জের তিনটি আসন ৩, ৪ ও ৫-এর সীমানা পরিবর্তনের সুপারিশ করা হয়। তখন ইসির সুপারিশ অনুযায়ী, সোনারগাঁও উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে বন্দর উপজেলা। নতুন সীমানায় তা আপত্তি শুনানির পর পরিবর্তন করা হয়। একই ভাবে নতুন খসড়ায় নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বাদ পড়েছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। এছাড়া এখানে সদর বন্দরের পূর্বের সামীনা রাখা হয়েছে। অন্যদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনটি ইসির প্রস্তাব অনুযায়ী নতুন খসড়া তালিকার সাথে কোন পরিবর্তন করা হয় নাই। এখানে সদর উপজেলার ফতুল্লা, কাশিপুর, কুতুবপুর, বক্তাবলী ও এনায়েতনগর ইউনিয়ন, আলীরটেক, গোগনগর ইউনিয়ন রাখা হয়। তবে নতুন খসড়ায় এ আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন।

খসড়া প্রকাশের পর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ পান। পরবর্তীতে গত ১৮ আগস্ট নির্বাচন কমিশন থেকে জানানো হয়। নারায়ণগঞ্জের তিনটি আসনের শুনানি করবে সীমানা পুনর্র্নিধারণের আগামী ২৬আগস্ট শুনানি হয় নির্বাচন কমিশনে। ২৬ আগষ্ট ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নতুন সীমানার আপত্তির বিষয়ে অনুষ্ঠিত শুনানিতে নির্বাচন কমিশনের কাছে পূর্বের সীমানা বহাল রাখার বিষয়ে নিজেদের যুক্তি ও ব্যাখ্যা তুলে ধরেন নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৪ এবং নারায়ণগঞ্জ-৫ আসনের আপত্তিকারীরা। তবে নারায়ণগঞ্জ-১ ও নারায়ণগঞ্জ-২ আসনে কোন পরিবর্তন আনা হয় নাই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারায়ণগঞ্জের ৩ টি আসনে সীমানা পরিবর্তনের জটিলতা শেষ হয়েছে। কিন্তু এতোদিন কে কোন আসন থেকে নির্বাচন করবে তা নিয়ে জটিলতা থাকলেও এখন তা আর নেই। তবে সীমানা পরিবর্তন হওয়ার সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঝেও পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জ-৩ আসন নিয়ে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাবেক এমপি গিয়াস উদ্দিনের নাম জোরালো ভাবে উঠে এসেছে। তাছাড়া সোনারগাঁ উপজেলার ভিবিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আর এখন আরও জোরালো ভাবে মাঠে নামছেন তিনি। সব মিলিয়ে নতুন সীমানায় মনোনয়ন প্রত্যাশীদের মাঝেও পরিবর্তন এসেছে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন