মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের সাথে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্ট ও দায়িত্ব অবহেলার কারণে শফিকুল ইসলাম নামের এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এই ঘটনায় গতকাল রোববার মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে হট্টগোল হয়।
ভুক্তভোগি পরিবারের নিহতের স্ত্রী তানিয়া জানান, গত ৭ অক্টোবর আমার স্বামী শফিকুল ইসলাম অসুস্থ্য হলে আমরা তাকে ডা.মাইন উদ্দিন স্যারের কাছে নিয়ে আসি,পরে তিনি দেখে কয়েকটি পরীক্ষা দেয়। আমরা পরীক্ষা গুলো করে ডাক্তারের কথা মত আমার স্বামীকে বাড়িতে নিয়ে যাই। পরবর্তীতে পরীক্ষার রিপোর্টে আমার স্বামীর স্টোক ধরা পড়ে অনেক খারাপ অবস্থা হয়। কিন্তু রিপোর্টে যে অনেক খারাপ অবস্থা ধরা পড়েছে তা আমাদের জানানো হয় নাই। তারা সঠিক সময়ে রিপোর্ট দেয় নাই। এতে করে আমার স্বামী সঠিক চিকিৎসা না পেয়ে ৮ অক্টোবর মারা যায়। আমার স্বামীর রিপোর্ট ডা. মুজাহিদ তৈরী করেন। এখানে তার গাফিলতি রয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরত চিকিৎসকের অবহেলার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়।এজন্য আমরা এই প্রতিষ্ঠানের ব্যবস্থা নেয়ার দাবী জানাই।
জানা যায়, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. মনোয়ার। কিন্তু তার প্রতিষ্ঠানের সেবা নিয়ে মানুষজন ক্ষোভ প্রকাশ করে।
এই ঘটনায় মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার হিমেল বলেন, তারা আমাদের প্রতিষ্ঠানের ডাক্তার মাইন উদ্দীনের নিকট চিকিৎসা নেন।তারা এখানে পরীক্ষা করে চলে যায় । কিন্তু পরীক্ষা রিপোর্ট তো আর আমরা তাদের গিয়ে দিয়ে আসবো না। তারা ২ ঘন্টা পরে রিপোর্ট নিতে আসে নাই। তারা রিপোর্ট না নিলে সেখানে আমাদের কিছু করার থাকে না।
সচেতন মহল থেকে দাবী উঠেছে মেডিনোভা লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র অনুমোদন আছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। তাছাড়া নগরবাসী মেডিনোভার সেবার মানি নিয়ে প্রশ্ন তুলেন।এখানকার কর্মচারীদের ব্যবহার রুড়।তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী উঠে।