Logo
Logo
×

বিশেষ সংবাদ

দায়বদ্ধতা থেকেই সামাজিক কাজে মানুষের পাশে ইপিলিয়ন গ্রুপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

দায়বদ্ধতা থেকেই সামাজিক কাজে মানুষের পাশে ইপিলিয়ন গ্রুপ

দায়বদ্ধতা থেকেই সামাজিক কাজে মানুষের পাশে ইপিলিয়ন গ্রুপ

Swapno



স্বনামধন্য ইপিলিয়ন গ্রুপের কর্ণধার রিয়াজ উদ্দিন আল মামুন সামাজিক ও মানবিক কাজের জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে জনপ্রিয় ও সমাদ্রিত। শহরের খানপুর এলাকার কৃতি সন্তান রিয়াজ উদ্দিন আল মামুন যেমন মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন, বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে তার ছোট ভাই ইপিলিয়ন গ্রুপের ডিরেক্টর ইমাদ উদ্দিন আল রাজিও স্থানীয় সবশ্রেণিপেশার মানুষের কাছে সবার প্রিয়।


তাকেও যে কোন বিপদ-আপদে সাহায্য সহযোগিতাসহ সবধরণের মানবিক কাজে মানুষ পাশে পায়। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে  ইপিলিয়ন গ্রুপ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজগুলোর মধ্যে রয়েছে, বিনামূল্যে চক্ষুসেবা প্রদান, বন্যা দুর্গতদের সহায়তা এবং রক্তের প্রয়োজনে পাশে দাঁড়ানো। তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইপিলিয়নের ফাউন্ডেশনের মাধ্যেমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে।


ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আর মামুনের ভাই ইমাদ উদ্দিন আল রাজির তত্ত্বাবধায়নে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগনকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদানের লক্ষ্যে নারায়ণগঞ্জের খানপুরে প্রায় ৩০০ শতাধিক দড়িদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। এছাড়া রাজির ‘আমাদের নারায়ণগঞ্জ’ নামে সামাজিক সংগঠনের উদ্যেগে সারা বছর অসহায় দুঃস্থ মানুষদের সাহায্য সহযোগিতা করা হয় বলে জানা গেছে।


নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মহসিন ক্লাব, খানপুরে প্রতিষ্ঠিত হয় ১৯৪৩ সালে। এক সময় জেলা পর্যায়ে বিভিন্ন খেলাধূলার সংগঠক ও খেলোয়াড়দের মিলনমেলা ছিল এই ক্লাব। খেলা শিখানো, যুবক এবং সমাজের উন্নতি সাধন করতে বিশেষ ভূমিকা রাখে এই মহসিন ক্লাব। ফুটবল জগতে এক সময় ব্যাপক দাপট ছিল এই ক্লাবের। বাংলার ম্যারাডোনা খ্যাত সম্রাট হোসেন এমিলি, রিয়াজ উদ্দিন আল মামুন, মাহবুব হোসেন, মরহুম জাকির হোসেন, সহিদ হোসেন স্বপনরা ছিল এই ক্লাবের দাপুটে খেলোয়াড়। যে কারণে জেলা ছাড়িয়ে সারা বাংলদেশের সর্বত্র এই ক্লাবের সুনাম ছড়িয়ে পরে।


এরপর কালের বিবর্তনে চলে যায় যুগের পর যুগ। জরাজীর্ণ অবস্থায় পরিণত হয় এই ক্লাব। সম্প্রতি এই ক্লাবটি ভেঙে পুনর্গঠন ও আধুনিকায়ন করে একটি ভবন নির্মাণ করে দেন ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান খানপুরের কৃতি সন্তান এবং এই ক্লাবের একজন দক্ষ খেলোয়ার রিয়াজ উদ্দিন আল মামুন। ব্যবসায়িক কাজে তিনি ব্যস্ত থাকায় খানপুর ও আশেপাশের এলকার মানুষের সবধরণের সহযোগিতার তত্ত্বাবধান করেন তার যোগ্য ছোট ভাই ইমাদ উদ্দিন আল রাজি। মানুষের পাশে দাঁড়ানোকে নিজের দায়িত্ব মনে করে তিনি নিয়মিত এই কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের অফুরন্ত ভালোবাসায় তিনি তার পরিবারের পক্ষে এসব সামাজিক কাজ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন