আবু জাফর আহম্মেদ বাবুলের উদ্যোগে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের মূল ফটকের রাস্তা সংস্কার
জনগণের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য : সোহেল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
জনগণের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য : সোহেল
প্রায় ২ থেকে ৩ বছরেরও বেশি সময় ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের প্রধান ফটকের সামনের রাস্তা। প্রতিদিন শতশত রোগী চিকিৎসা নিতে এ হাসপাতালে আসেন। কিন্তু খানাখন্দে ভরা রাস্তাটি এখন পরিণত হয়েছে রোগী ও স্বজনদের জন্য নতুন এক দুর্ভোগে। গুরুতর অসুস্থ রোগী বহনকারী রিকশা-ভ্যান কিংবা অ্যাম্বুলেন্স প্রায়ই গর্তে আটকে পড়ে।
এতে চিকিৎসা পেতে দেরি হওয়াসহ রোগীর অবস্থা আরও অবনতির আশঙ্কা দেখা দেয়। এমতা অবস্থায় হাসপাতলে আগত রোগীদের কথা চিন্তা করে তাদের দূর্ভোগ থেকে রেহায় দিতে নিজস্ব অর্থায়নে হাসপাতালের মূল ফটকের সংস্কার করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমম্মেদ বাবুল।
গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১ টায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালের মূলফটকের ভাঙা রাস্তাটি আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে রাতভর নিজে উপস্থিত থেকে সংস্কার করেন ‘প্রাইম ওয়াশিং প্লান্ট’ এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল।
এ সময় বাবুলের পক্ষে জহির আহম্মেদ সোহেল বলেন, নারায়ণগঞ্জের জনগণের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। তা ছাড়া দীর্ঘদিন যাবৎই আমাদের বাসার কয়েক গজ দূরেই এই ৩০০ শয্যা খানপুর হাসপাতালেল মূল ফটকের রাস্তাটি দীর্ঘ সময় ধরে চলাচলে রোগীদের দূর্ভোগের শিকার হতে হতো।
রোগীদের চলাচলের এই দূর্ভোগ কমাতে আমার বড় ভাই নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর ভাইয়ের পক্ষে তার নির্দেশনায় আমরা রাস্তা সংস্কারের এই উদ্যোগটি হাতে নেই। আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের জনকল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে। জনকল্যাণমুখী কাজের উদ্যোগ গ্রহণে সকল নেতাকর্মীর আহ্বান জানাই
এর আগে, খানপুর ৩০০ শয্যা হাসপাতালের কর্তৃপক্ষের কাছে ৭শ ডেঙ্গু টেস্ট কিট প্রদান করেন আবু জাফর আহম্মেদ বাবুল। পাশাপাশি খানপুর হাসপাতালের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন বাবুল। হাসপাতালের পরিবেশ পরিষ্কার ও মশক নিধনে স্বেচ্ছাসেবকদের নিয়ে কাজ করেন তিনি। এছাড়াও হাসপাতালটির জলাবদ্ধতার সমস্যা নিরসনে একটি পানির পাম্পেরও ব্যাবস্থা করেন এবং সর্বদা এই হাসপাতালের উন্নয়ন কর্মকান্ডে পাশে থাকার আশ্বাস দেন তিনি।


