Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্তান নিয়ে স্ত্রী উধাও

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্তান নিয়ে স্ত্রী উধাও

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্তান নিয়ে স্ত্রী উধাও

Swapno



নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন বছরে সন্তান ও নগদ অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। গত সোমবার ২৭ অক্টোবর সকাল সাড়ে দশটায় নিজ বাড়ি থেকে পালিয়ে যায় স্ত্রী মোসাঃ রুবি বেগম। এর পর থেকে কোথায়ও খোঁজ নিয়ে তাদের সন্ধান পাচ্ছে না তার স্বামী মো রুবেল।  এবিষয়ে মঙ্গলবার বিকালে রুবি’র স্বামী মো.রুবেল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।


অভিযোগে রুবেল বলেন, আমি মোঃ রুবেল (৩৩), পিতা- মোঃ নাছির উদ্দিন, সাং-ভোলাইল (আনসার কাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ। থানায় হাজির হইয়া বিবাদীনি মোসাঃ রুবি (৩০), পিতা-মোঃ বিপ্লব, সাং-ঘোড়াশাল, থানা ও জেলা-নরসিংদী, এ/পি- ভোলাইল (আনসার কাজীর বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিগত ১৪ বছর পূর্বে উক্ত বিবাদীনির সহিত আমার ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়।


বিবাদীনির গর্ভের আমার দুই ছেলে ওমর (১৩) বছর ও মোঃ আলী (০৩) বছর জন্ম গ্রহণ করে। বিবাহের পর হইতেই উক্ত বিবাদীনি আমার কথার অবাধ্য হইয়া উশৃঙ্খল চলাফেরা করতো, সব সময় সামান্য বিষয় নিয়া আমার সাথে ঝগড়া বিবাদ করিত এবং আমার অজ্ঞাতসারে আমার বাড়ী হইতে প্রায় সময়ই চলিয়া যাইতো। আমি খোঁজাখুজি করিয়া বিবাদীনিকে পূনরায় আমার সংসারে ফিরাইয়া আনিতাম। এমতাবস্থায় উক্ত বিবাদীনির সহিত আমার পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হওয়াকে কেন্দ্র করিয়া


গত সোমবার ২৭/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমি আমার কর্মস্থলে থাকাকালীন সময়ে উক্ত বিবাদীনি আমার অজ্ঞাতসারে আমার বর্তমান ঠিকানার ঘর হইতে নগদ-১০,০০০/- (দশ হাজার) টাকা ও ০১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার সহ আমার ছোট ছেলেকে নিয়া চলিয়া যায়। বিবাদীনি এরূপ কার্যকলাপ করিয়া আমাকে হয়রানী করিতেছে। বিবাদীনি যেকোন সময় আমার আরও বড় ধরনের ক্ষতি সাধণ করিতে পারে বলিয়া আমার আশঙ্কা হইতেছে।


বিষয়টি আত্মীয়-স্বজনের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। যদি আমার সন্তান ও স্ত্রীর যদি কেউ সন্ধান পান তাহলে এই নম্বরে ০১৭৬০৫৬৩২৭ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন