Logo
Logo
×

খেলাধূলা

অনেক নাটকীয়তার মধ্য দিয়ে নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

অনেক নাটকীয়তার মধ্য দিয়ে নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল

Swapno

ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে শনিবারের (১৯ এপ্রিল) বাছাই পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। অনেক কিন্তুর বেড়াজালে আটকে তারপরও অপেক্ষায় ছিল বাংলাদেশ। অনিশ্চয়তা নিয়ে তাকিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জিতেছে ঠিকই। তবে, রান রেটে বাংলাদেশকে অতিক্রম করতে না পারায় ৫০ ওভারের বিশ্বকাপের লড়াইয়ে দ্বিতীয়বারের মতো অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে গত  ২০২২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পেরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।



এর পূর্বে পাকিস্তানের বিপক্ষে জিতলেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে বাছাই পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত মূল পর্বে যাওয়ার ‘লাইসেন্স’ পেয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেটি সম্ভব হয়েছে নেট রান রেটে এগিয়ে থাকায়। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ বিশ্বকাপ নিশ্চিত করেছে। তাদের পয়েন্ট ৬ হলেও রান রেট ছিল ০.৬৩৯। ওয়েস্ট ইন্ডিজেরও পয়েন্ট ৬। কিন্তু তাদের রান রেট ছিল ০.৬২৬।



শনিবার লাহোরে ওয়েস্ট ইন্ডিজের সামনে ছিল কঠিন সমীকরণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড। এতে বিশ্বকাপে খেলার জন্য ১০.১ ওভারেই থাইল্যান্ডের ১৬৭ রানের লক্ষ্য ছুঁতে হতো ক্যারিবীয় নারীদের। ওয়েস্ট ইন্ডিজ সেটা পারেনি। ১০.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জয় থেকে ১০ রান পিছিয়ে ছিল তারা।



আর এতেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য থাইল্যান্ডের বিপক্ষে ১০.৫ ওভারে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছে। তবে নেট রান রেটে বাংলাদেশের পেছনে থাকায় বাদ পড়েছে আগামী বিশ্বকাপ থেকে। বাংলাদেশের নেট রান রেট ‍+০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেমেছে ‍+০.৬২৬ নেট রান নিয়ে।




ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে ৮ দল। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ৬ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। বাকি ৫ দল হলো-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে জিতেই বিশ্বকাপের টিকিট পায় বাছাইপর্বের স্বাগতিক পাকিস্তান। অন্য টিকিট হাতে পেলেন নিগার সুলতানা জ্যোতিরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন