Logo
Logo
×

রাজনীতি

অসুখের ভান ধরে স্বেচ্ছায় গৃহবন্দি কালাম!

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম

অসুখের ভান ধরে স্বেচ্ছায় গৃহবন্দি কালাম!
Swapno

 

আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি যদি অংশ নেয় তবে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মহানগর বিএনপির সাবেক সভাপতি এড. আবুল কালাম দলীয় টিকেটে নির্বাচন করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। মহানগর বিএনপির সভাপতি পদ থেকে সরিয়ে দেয়ার পর পরই তিনি অভিমানে অসুখের ভান ধরে স্বেচ্ছায় ঘরবন্দি হয়ে আছেন বলে সূত্রের দাবি। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর তার ছেলে কাউন্সিলর আবুল কাওসার আশাসহ যারা পদত্যাগ করেছেন তাদের সাথেই তার ওঠবস বেশী।

 

এ কারণেও তিনি দলে কোণঠাসা হয়ে আছেন। তবে নির্বাচনের মাঠে তিনি খুবই কৌশলী। জনাব কালাম তার পিতা বিএনপির সাবেক এমপি জালাল হাজীর উত্তরসূরী হিসেবে বিএনপির প্রার্থী হয়ে ৩ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। দলীয় ভোট ছাড়াও বন্দরে এবং সদরে তার একটা নিজস্ব ভোটব্যাংক রয়েছে। তার একটা পারিবারিক ঐতিহ্যও রয়েছে। নারায়ণগঞ্জ ও বন্দরে তার প্রচুর আত্মীয়স্বজন ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব কারণে বিএনপির প্রার্থী হিসেবে তার গ্রহণযোগ্যতা অন্যদের তুলনায় একটু বেশীই বলা যায়। 

 

আগামী সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চায় নারায়ণগঞ্জ বিএনপির বিদ্রোহী নেতৃত্ব। বিশেষ করে মহানগরের বিদ্রোহীরা এ সময়টায় বর্তমান কমিটিরও কোন পরিবর্তন চান না বলে নির্ভরযোগ্য সূত্রটি জানিয়েছে। বিদ্রোহীরা ঐক্য চান কিন্তু আবু আল ইউসুফ খান টিপুকে বাদ দিয়ে। টিপুর খাই খাই স্বভাব এবং বদমেজাজের কারণে বিদ্রোহীদের অনেকেই তাকে পছন্দ করেন না। 

 

রাজনীতির ময়দানে গুজব আছে, বিদ্রোহীদের বেশীর ভাগই বিএনপির বহিষ্কৃত নেতা হালের তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের লোক। তবে এরকম তথ্যকে অনেকেই অস্বীকার করে বলেছেন, তারা মূলত এড. আবুল কালামের অনুসারী। তাদের মতে, নির্বাচনে বিএনপি অংশ নিলে যিনি নমিনেশন পাবেন তাকে আহ্বায়ক করে ঐক্য প্রক্রিয়া চলতে পারে। এখন যেমন আছে তেমনভাবেই চলুক। এস.এ/জেসি   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন