শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

আজমীর শরীফ জিয়ারতে মেয়র আইভীর সাথে ডিআইজি হারুন

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৬ আগস্ট ২০২২  

 

# ১৪ আগস্ট দেশে ফিরবেন মেয়র

 

ভারতের আজমির শরীফ মাজার জিয়ারতের উদ্দেশ্যে বুধবার (৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ২৬ জন সফর সঙ্গী নিয়ে আজমির শরীফ মাজার জিয়ারতের উদ্দেশ্যে বর্তমানে ভারত সফর করছেন মেয়র আইভী।

 

ভারতের আজমির শরীফ মাজার জিয়ারতের সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী’র সাথে সিংহাম খ্যাত নারায়ণগঞ্জের সাবেক এসপি ও ডিআইজি হারুন অর রশীদকে দেখা গিয়েছে। তারা সেখানে হযরত খাজা মাইনুদ্দিন চিশতী (রহ.) এর রওজা শরীফ জিয়ারত করেন এবং রওজায় গিলাফ চড়ান। এরপর সেখানে তারা নেওয়াজ বিতরণ করেন। এবার তাদের উভয়কে একসাথে ভারতের আজমির শরীফ মাজার জিয়ারতের ঘটনার ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে গিয়েছে।

 

মেয়র আইভীর সাথে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও সংরক্ষিত (১৬, ১৭ ও ১৮) নং ওয়ার্ডের নারী কাউন্সিলর বিভা হাসান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপনসহ ২৬ জনের একটি বহর উপস্থিত ছিল। ভারত সফর শেষে আগামী ১৪ আগস্ট আকাশপথে সরাসরি ঢাকায় ফিরে আসার কথা রয়েছে বলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জানিয়েছেন।এসএম/জেসি 
 

এই বিভাগের আরো খবর