শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আদমজী বিহারী ক্যাম্প বস্তি টর্চার সেল থেকে মাদক ও অবৈধ দেশীয় অস্ত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ বিহারী কলোনী থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

আটককৃতরা হলেন শওকত (৩০) ও অপরজন সেন্টু (৩২)। বুধবার (১২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিহারী কলোনীর একটি ঝুপড়ি ঘরের সুড়ঙ্গ থেকে ৪৫০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা, ২ টি চাইনিজ ডেগার, ১ টি রামদা ও ২টি লাঠি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এটি একটি টর্চার সেল। 

 

এখানে অবৈধ মাদক দেশীয় চাকু ছুরি রাখা হতো। বিভিন্ন মানুষকে নির্যাতন চালাত। এখানে রাতে বিভিন্ন সময় মানুষের চিৎকারের শব্দ শোনা যেত। পুলিশ জানায়,এখান থেকে ৬ কেজি গাজা ও ইয়াবা দেশীয় অসর উদ্ধার করা হয়েছে।  

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মশিউর রহমান পিপিএম বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায় রুমের মধ্যে একটি গর্ত করে সেখানে চারদিকে সিমেন্ট ঢালাই করে অবৈধ অস্ত্র রাখা হয়েছিল। পাশে আরেকটি বক্স করে ঘর করে রাখা হয়েছিল। মানুষকে এখানে বিভিন্ন সময় দুটি মোটা লাঠি দিয়ে পেটান হতো। 

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে অবৈধ আর্মস উদ্ধার অভিযান চলছে। এ অভিযান তারই একটি অংশ।

এই বিভাগের আরো খবর