আনসারদের সমস্যার কথা আমি সংসদে বলবো : শামীম ওসমান

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকারের সভাপতিত্বে বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, ঢাকা রেঞ্জ কমান্ডার পরিচালক রফিকুল ইসলাম, জেলা অতিরিক্তি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক নুরনবী সহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ শামীম ওসমানের বক্তব্যে বলেন, আনসারদের যে সমস্যা গুলো রয়েছে তা আমাকে ছোট আকারে লিখিত ভাবে দিবেন। আমি আপনাদের পক্ষে কিছু যদি সংসদে তুলে ধরতে পারি আমার মনে হয় আমি শান্তি পাবো। আমি আপনাদের ভাই হিসেবে পাশে দাঁড়াবো। আমরা ভাষা সৈনিক জব্বার নিয়ে কথা বলি কিন্তু তিনি যে আনসার সদস্য ছিলেন তা আমার জানা ছিলনা। এটা আমার জন্য দুঃখ জনক।
আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশের জন্য কিছু করেন। আপনারা দেশের সর্বস্তরে কাজ করে থাকেন। কেননা আপনারা গ্রামের মহল্লা মহল্লায় থাকেন। আপনাদের আশ পাশে কারা মাদক ব্যবসা করে তাদের তথ্য আমাদেরকে দেন। যে মাদকের ডিলার সে ইবলিশ শয়তানের চেয়ে বড় শয়তান।
এই শয়তানদের দুর করতে হলে আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে চেষ্টা করি সমাজের মাদককে মুক্ত করতে। দেশকে এগিয়ে নেয়ার জন্য স্মার্ট বাংলাদেশ গড়তে আপনাদের এগিয়ে আসতে হবে।
এর আগে জেলা আনসার কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার বলেন, আনসাররা সব সময়ে দেশের বিভিন্ন দুর্যোগে ভুমিকা পালন করে থাকে। এমনকি করোনার সময় এই আনসার সদস্যরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু সেই অনুযায়ী আনসার সদস্যসের সম্মানী সামান্য। তার পরেও আমাদের আনসার সদস্যরা দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন।
নারায়ণগঞ্জে আনসার সদস্য সংখ্যা অনুযায়ী আমাদের পরিচালনা করার জন্য অফিসের জায়গাটুক অনেক ছোট। আমরা মাননীয় এমপি শামীম ওসমান এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের বড় একটি জায়গা দেয়ার জন্য দাবী জানাই। এবিষয়ে যেন এমপি মহোদয় একটু নজরদেন। পরে আলোচনা শেষে আনসার সদস্যদের মাঝে ১১টি সাইকেল এবং ১০ টি ছাত সহ বিভিন্ন উপহার বিতরণ করা হয়। এস.এ/জেসি