শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট ফাইনাল খেলায় সরকারি তোলারাম কলেজকে ৬ উইকেটে পরাজিত করে নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করে। গতকাল রোববার রূপগঞ্জ মুড়াপাড়া মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

 

আন্ত:জেলা ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট খেলায় সরকারি তোলারাম কলেজ টসে জয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তারা ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান করেন। অপরদিকে তাদের বিপক্ষের দল ব্যাটিংয়ে নেমে নারায়ণগঞ্জ কলেজ ১৩ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান করে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হন।

 

এতে সহজে সরকারি তোলারাম কলেজকে পরাস্থ করে নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন হন। এদিকে নারায়ণগঞ্জ কলেজ জয়ী হওয়ায় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্ম হাতেম চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান। সেই সাথে তাদের খেলা ধুলায় এগিয়ে যাওয়ার আহবান জানান।

 

পাশা পাশি তাদেরকে আন্তার্জাতিক র্পযায়ে যেন তারা খেলা ধুলায় অবদান রাখতে পারে তার জন্য আশাবাদ ব্যক্ত করেন। নারায়ণগঞ্জ কলেজ জয়ী চ্যাম্পিয়ন দলকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

খেলায় নারায়ণগঞ্জ কলেজের পক্ষে ওই কলেজের শিক্ষক আরিফ মিহির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রোমন রেজা।

 

এসময় নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির জানান, নারায়ণগঞ্জ কলেজ সব সময় খেলা ধুলায় এগিয়ে থাকে। এর আগেও তারা আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে চ্যাম্পিয়ন হয়ে কলেজের সুনাম অর্জন করেছে। আশা করি আমাদের এ সুনাম সব সময় অব্যাহত থাকবে। সেই প্রত্যাশায় আমরা শিক্ষার্থীদের খেলা ধুলায় পারদর্শী হিসেবে গড়ে তুলছি।
 

এই বিভাগের আরো খবর