Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

আমি মানুষ দেখেছি

Icon

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯, ০১:৪০ পিএম

আমি মানুষ দেখেছি
Swapno

আমি মানুষ দেখেছি,
ধীর গতির দুরভিসন্ধী বুকে নিয়ে হেটে চলে শহর ছেড়ে গায়ের পথে।
আমি মানুষ দেখেছি,
ডান পকেটে ফাইল আটকে,
বাম পকেটে টাকা গুনতে।

 

আমি মানুষ দেখেছি,
পরকে দিয়ে বুলেট খাইয়ে,
আপন নিয়ে হাসপাতালে।
আমি মানুষ দেখেছি,
চক্রজুয়ায় সব হারাতে ক্যাসিনোতে সব পাওয়াতে।

 

আমি মানুষ দেখেছি,
রক্ত দিয়ে রক্ত কিনতে 
মাংস দিয়ে মাংস কিনতে।
আমি মানুষ দেখেছি,
অযোগ্যকে প্রণাম করতে 
অসম্মানকে মান্য করতে।

 


আমি মানুষ দেখেছি,
অমৃতকে বিষ বানাতে
বিষের বোতল পেটে পুরতে।
আমি মানুষ দেখেছি,
মানুষকে অমানুষ করতে
অমানুষকে মানুষ করতে।

 

প্রদীপ সরকার

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন