শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

আরপিসাহা বিশ্ববিদ্যালয়ে আরকিউএসি কর্তৃক আয়োজিত কর্মশালা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

সংবাদ বিজ্ঞপ্তি : রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কর্তৃক আয়োজিত কর্মশালা ÔRole of Faculty members for Quality Teaching and Learning at the Tertiary Level’ অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড.মো.সাজ্জাদ হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড.এইচ.এম জহিরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেড সদস্য ও কুমুদীনি ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল এর পরিচালক  মহাবীর পতি চন্দন উপস্থিত ছিলেন।

 

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. সুশীল কুমার দাস এবং মহাবীর পতি চন্দন। প্রধান অতিথির বক্তৃতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনা করেন অধ্যাপক ড.মো.সাজ্জাদ হোসেন। এরপর কর্মশালার প্রধান বক্তা উপস্থিত শিক্ষকবৃন্দদের নিয়ে কর্মশালা পরিচালনা করেন। পরিশেষে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় ধন্যবাদ প্রদানের মাধ্যমে কর্মশালা শেষ করেন।
 

এই বিভাগের আরো খবর