Logo
Logo
×

রাজনীতি

আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি আল্টিমেটামে উত্তাল রাজপথ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫১ পিএম

আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি আল্টিমেটামে উত্তাল রাজপথ
Swapno


আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের সময় খুব নিকটে। নির্বাচনের চার মাস আগেই আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সারাদেশের হৈ চৈ পড়েছে। সদ্য ঘোষিত ভিসা নিতি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝর বইছে। আমেরিকার এই ভিসা নিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞায় আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে।

 

 

তার বিপরীতে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কারও নিষেধাজ্ঞার পরোয়া করে না। আওয়ামী লীগ পরোয়া করে জনগণকে। কারও খবরদারিতে এ দেশের গণতন্ত্র চলবে না। এ দেশের গণতন্ত্র চলবে দেশের নিয়মে, সংবিধান মেনে। দুই দলের শীর্ষ নেতাদের পাল্টা পাল্টি বক্তব্যে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে।

 


এদিকে টানা কর্মসূচিতে রয়েছে বিএনপি আওয়ামী লীগ। রাজপথে কেউ কাউকে কোন ভাবে ছাড় দিচ্ছে না। এমনকি কথার লড়াইয়ে দুই দলের নেতারা থেমে নেই। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি আওয়ামী লীগের দুই দলেই উত্তেজনা চলছে। দুই দলই প্রতি নিয়ত রাজপথ দখল রেখে যাচ্ছে।

 

 

আগামী ২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে বিএনপির মহা সমাবেশ হবে। ইতোমধ্যে এই সমাবেশকে সফল করার বিএনপি ব্যপক প্রস্তুতি নিয়েছে। তারা এই সমাবেশের মাধ্যমে শক্তির জানান দিবে নারায়ণগঞ্জে। তবে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে আওয়ামী লীগও তাদের ছেড়ে দিবে না।
 

 


জানাযায়, ইতোমধ্যে রাজনীতি মাঠকে আরও গরম রাখতে বিএনপি আওয়ামী লীগ একে অপরকে আল্টি মেটাম দিচ্ছে। আওয়ামী লীগকে আল্টি মেটাম দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটি বক্তব্যে বলেন, ৪৮ ঘন্টার মধ্যে অসুস্থ্য খালেদা জিয়ার মুক্তি দিয়ে তার চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠাতে হবে।

 

 

তিনি বলেছেন, পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। অন্যথায় তার কিছু হলে তার সব দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

 


অপরদিকে বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি এবার আগুন নিয়ে এলে তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে। বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘণ্টার আলটিমেটাম দেয় কোন মুখে? তারা তো ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি।

 

 

বিএনপির কোমর, হাঁটু সব ভেঙে গেছে। ৩৬ দিনের মধ্যে বিএনপিকে অপরাজনীতি, সন্ত্রাস, নৈরাজ্য পরিহার করতে হবে। এই সময়ের মধ্যে বিএনপি যদি ‘সংশোধন’ না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত ভেঙে দেওয়া হবে।

 


আমেরিকার ভিসানীতি নিতি প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ কারও নিষেধাজ্ঞার পরোয়া করে না। আওয়ামী লীগ জনগণের ওপর ভর করলেও বিএনপি ভর করেছে ভিসা নীতির ওপর। আওয়ামী লীগ পরোয়া করে জনগণকে। কারও খবরদারিতে এ দেশের গণতন্ত্র চলবে না। এ দেশের গণতন্ত্র চলবে দেশের নিয়মে, সংবিধান মেনে। উল্লেখ্য, নির্বাচনী সময় শুরু হবে আগামী ১ নভেম্বর। সেই সময় শুরু হতে আর ৩৬ দিন বাকি।

 


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল জানান, আমাদের দলের হাই কমান্ড যে বক্তব্য দিয়েছে তা সর্বস্তরের মানুষের দাবী। কেননা তারা বার মানুষকে পুড়িয়ে মারবে তা দেশের মানুষ মেনে নিবে না। সমাবেশের নামে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করলে তাদের ছাড় দেয়া হবে না। দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।

 


খালেদা জিয়াকে মুক্তির দাবী জানিয়ে বিএনপির দেয়া ৩৬ ঘন্টার আল্টি মেটাম প্রসঙ্গে মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলণ সংগ্রামে রয়েছি। ইতোমধ্যে আমাদের ১ দফা দাবিতে যুক্ত হয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি।

 

 

বিএনপির মহাসিচব যে সরকারকে আল্টি মেটাম দিয়েছে তা আসাদের দীর্ঘ দিনের দাবী। আমরা দলের নির্দেশনায় যে কোন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছি।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন