Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

আড়াইহাজারে চাচীকে ধর্ষণের অভিযোগ, ভাতিজা আটক

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ০৭:১৯ পিএম

আড়াইহাজারে চাচীকে ধর্ষণের অভিযোগ, ভাতিজা আটক
Swapno


প্রবাসী চাচার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মো. ইয়ানুসকে (২৩)। সে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ইসলামপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে। 

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের দুবাই প্রবাসী চাচার স্ত্রীকে (২৫) গত চার বছর ধরে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন ইয়ানুস। লোকলজ্জার ভয়ে ওই নারী সম্প্রতি স্বামীর বাড়ি ছেড়ে তার পিত্রালয় একই ইউনিয়নের বাড়িতে আশ্রয় নেয়। সবশেষ ২৩ এপ্রিল রাতে ইয়ানুস সেখানে গিয়ে আবারো তাকে ধর্ষণ করেন।

 

 

পরে এই ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত ইয়ানুসকে আটক করে। 

 

 

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মুহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন