বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ইমাদউদ্দিন আল রাজি মহসিন ক্লাবের সম্মানিত উপদেষ্টা মনোনীত

নুরুল ইসলাম

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২  


নারায়নগঞ্জের ১২ নং ওয়ার্ডের খানপুরের ঐতিহ্যবাহী মহসিন ক্লাবের নতুন ভবন ও আধুনিক দৃষ্টিনন্দন চিলড্রেন পার্কের শুভ উদ্বোধনের পর এবার অনুমোদনের অপেক্ষায় ক্লাবে নতুন পরিচালনা পরিষদ। ইতিপূর্বে, ক্লাবটির সভপতি হিসেবে ইপিলিয়ন গ্রুপের কর্ণধার রিয়াজ উদ্দিন আল মামুনকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামানকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়।

 

 

গত ৩১ আগস্ট ক্লাবের এক সভায় সন্মানিত উপদেষ্টা হিসেবে ইপিলিয়ন গ্রুপের পরিচালক ইমাদউদ্দিন আল রাজিকে মনোনীত করা হয়। ইমাদ উদ্দিন আল রাজিকে সন্মানিত উপদেষ্টা মনোনীত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন,১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুসহ ব্যবসায়ীমহল ও নারায়নগঞ্জ ক্লাব বন্ধুমহল।

 

 

প্রস্তাবিত কমিটিতে সিনিয়র সহ- সভাপতি হিসেবে সামসুজ্জামান ভাসানী, সহ- সভাপতি মোয়াজ্জেম হোসেন, আনোয়ার সরদার, জসিম উদ্দিন, সহিদ হোসেন স্বপন, জিল্লুর রহমান লিটন, যুগ্ন সম্পাদক তালেব হোসেন, কোষাধ্যক্ষ-এম.এ, শাহিন মুরাদ, ক্রীড়া সম্পাদক-আসাদুজ্জামান রিংকু, ফুটবল বিষয়ক সম্পাদক-পোকন, ক্রিকেট বিষয়ক সম্পাদক-রেহানুজ্জামান সুমন, পাঠাগার বিষয়ক-ইরফান উদ্দিন, দপ্তর-আরমান, সমাজসেবা- আলমগীর হোসেন, আন্তঃক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান দোলনসত ৪৩ জনের ক্লাব পরিচালনা কমিটি অনুমোদনের অপেক্ষায়। কমিটি অনুমোদনের পর ব্যায়ামাগার, পাঠাগারসহ বিভিন্ন পর্যায়ের উপ-কমিটি গঠনসহ সদস্য ফরম বিতরণ করা হবে।

 


১৯৪৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ ক্লাবটি মাঝপথে সঠিক পরিচালনার অভাবের ক্রীড়া ক্ষেত্রে ভাটা পরে। পুরানো টিনশেড ক্লাবটি ব্যবহারের অনুপযোগী হয়ে পরে। ক্লাবটির এ ভগ্নদশা দেখে এগিয়ে আসেন খানপুরের সন্তান ইপিলিয়ন গ্রুপের এমডি রিয়াজ উদ্দিন আল মামুন।

 

 

তিনি ক্লাবটির নতুন ভবন এবং মাঠটি আধুনিকরনের ঘোষণা দিয়ে গত ৩ সেপ্টেম্বর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।বর্ণাঢ্য আয়োজনে ৩ সেপ্টেম্বর শনিবার ক্লাবটির ভবন ও আধুনিক মাঠের শুভ যাত্রায় সামিল হন। ক্লাবটি প্রসংগে উপদেষ্টা ইমাদ উদ্দিন আল রাজি বলেন,ছোট বেলায় বাড়ী থেকে বেরিয়ে এ মাঠ ও ক্লাবটিই ছিল আমাদের প্রাণকেন্দ্র।

 

 

আমাদের পরিবার খানপুরবাসীর কাছে ঋণী ছিলাম। আমার বড় ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় তা বাস্তবায়ন হলো। মহসিন ক্লাব তার পুরানো ঐতিহ্য ফিরে পাবে। নারায়নগঞ্জে মহসিন ক্লাব এক অনুকরণীয় হয়ে থাকবে। তিনি খানপুরবাসীকে ধন্যবাদ ও ক্নাবটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মিডিয়া কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এন.এইচ/জেসি

এই বিভাগের আরো খবর