শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ঈমানি শক্তির সাথে আপনারা পারবেননা : মাওলানা আউয়াল

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে করে বলেন, ‘বাংলাদেশকে তারা শুধু নিজের মনে করছে। যখন চাইবা পুলিশ বাহিনী দিয়া গুলি করবা, এইটা হতে দেওয়া যায় না। একটা কসাইকে সম্মান দিতে গিয়ে ঈমানদার ভাইদের রক্ত ঝরিয়েছ। এই বিচার হবে। আল্লাহ বিচার করবে। গুলি করতে চাইলে করো, বুক পেতে দিলাম। পুলিশ ভাইয়েরা, অস্ত্র ছাইড়া আমাদের সারিতে আসেন, তখন বুঝতে পারবেন, আপনাদের কত শক্তি। আপনারা ঈমানি শক্তির সাথে পারবেন না। নবী, সাহাবীরা রক্ত দিয়েছে। আমরাও দিতে রাজি আছি।’
শনিবার (২৭ মার্চ) দুপুরে নগরীর ডিআইটি এলাকায় বঙ্গবন্ধু সড়কে অনুষ্ঠিত হেফাজতের সমাবেশে তিনি এসব কথা বলেন।


মাওলানা আউয়াল বলেন, ‘স্বরাষ্টমন্ত্রীকে বলতে চাই, আপনার পুলিশ বাহিনী, ছাত্রলীগের লোকজনকে কন্ট্রোল করে বিচারের কাঠগড়ায় দাঁড় না করান তাহলে আগামীতে বাংলার জনগণ আপনাদের বিচার করবে। আমাদের হাতে অস্ত্র নাই। পুলিশের হাতে অস্ত্র, ছাত্রলীগের হাতে অস্ত্র। আমাদের অস্ত্র কেবল আমাদের জবান। জবান খুলে আল্লাহ পাকের কাছে আওয়াজ তুলে দেই। আল্লাহ এই জালিমদেরকে তুমি খতম করে দেও। আমরা তাদের দেখতে চাই না।’


সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির  হোসাইন কাসেমী, হেফাজতে ইসলাম জেলার সহসভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা দৌলত সরকার, সাধারণ সম্পাদক মাওলানা মো. বশির উল্লাহ, মহানগরের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, সহসভাপতি মুফতি কবির হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মাওলানা আলী হোসাইন,  ইসলামী আন্দোলন মহানগর নেতা মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর