Logo
Logo
×

শিক্ষা

এইচএসসির ফল পুনঃনিরীক্ষা ২০-২৬ জুলাই

Icon

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ০৮:২৯ পিএম

এইচএসসির ফল পুনঃনিরীক্ষা ২০-২৬ জুলাই
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।

 

এ বছর নারায়ণগঞ্জে গড় পাসের হার ৬৩ দশমিক ৪৯ শতাংশ। মোট পাশের সংখ্যা ১২ হাজার ৭’শ ২০ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ৮ হাজার ১১ জন।

 

যারা এইচএসসি ও সমমানের ফলাফল পুনঃনিরীক্ষার করার জন্য আবেদন করতে চায় তাঁরা  মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ২০-২৬ জুলাইয়ের মধ্যে  লিখে স্পেস দিয়ে  বোর্ডের  নামের প্রথম  তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

 

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনালে আইডেন্টিফিকেশন নম্বর-পিন) দেয়া হবে।

আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে জঝঈ লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

 

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে।

 যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন