Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

একবিংশতি তম আন্তর্জাতিক লেখক দিবস ২০২২ উদযাপন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৯:২৩ পিএম

একবিংশতি তম আন্তর্জাতিক লেখক দিবস ২০২২ উদযাপন
Swapno

 

শান্তির পৃথিবী চাই শুদ্ধাচাারী স্বদেশ চাই এ স্লোগানকে সামনে রেখে একবিংশতি তম আন্তর্জাতিক লেখক দিবস ২০২২ ও দরিয়ানগর আন্তর্জাতিক কবিতামেলা ২০২২/২৩ উপলক্ষে নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনারের সামনের শান্তিযাত্রা ও পথসভা করে বাংলাদেশ রাইর্টাস ক্লাব নারায়ণগঞ্জ শাখা ।

 

আজকে সারাদেশে একসাথে পথসভা চলছে আসা করবো আমরা যেনো সারাবছল পালন করতে পাড়ি।আমরা আগামী বছর আরো বড় করে আযোজন করবো। নগর ভিত্তিক ও থানা ভিত্তিক কবি ও লেখকদের যেনো তালিকা থাকে তাহলে আমরা একসাথে কাজ করতে পারবো। সকলের লেখা গুলো নিয়ে আমরা আরো ভালো ভাবে কাজ করবো ।

 

এসময় উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক মোঃ শফিকুল রহমান আরজু , সেলিম ভুইয়া, ডা.কাজী মুতাফিজুল রহমান, মোঃ হুমাউয়ুন কবির, মোঃ আল মনির, সালমা ডলি, কন্দকার মাসুদুর রহমান দিপু, জামিল হোসেন, আবুল কালাম আজাদ, আল আজহার, মোঃ লিয়াকত হোসেন খান, রতন, জয়া রানী দাস সহ অনেকে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন