বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

করোনা সচেতনায় মাইকিং

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১  

করোনা সংক্রমন বিস্তাররোধে মাস্ক পরিধানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান চালিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। অভিযানে মাস্ক বিতরণ করাসহ মাস্কবিহীন বের হওয়ায় জরিমানাও করা হয়।

 

শনিবার (৩ এপ্রিল) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের মন্ডলপাড়া থেকে নিতাইগঞ্জ ও এর আশেপাশের এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

 

অভিযানে জনগণকে উৎসাহিত করার জন্য পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। যারা সরকারি নির্দেশনা অমান্য করে মাস্কবিহীন রাস্তায় বের হয় তাদের বিরুদ্ধে চারটি মামলার বিপরীতে ৯০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় জনসচেতনতা বাড়াতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সকলকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই উচিত। বের হলেও মাস্ক পরিধান বাধ্যতামূলক।
 

এই বিভাগের আরো খবর