বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

করোনাভাইরাসের মধ্যে জন্ম, তাই নাম রাখা হলো ‘লকডাউন’!

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের আতঙ্কে ভারতজুড়ে চলছে লকডাউন। লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

 

এই পরিস্থিতিতে বিশ্বের সঙ্গে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে ভারতের মানুষ। আর এই লড়াইকে স্মরণীয় করে রাখতে এক দম্পতি তাদের সদ্যোজাত ছেলের নাম রাখলেন “লকডাউন”। ভারতের মধ্যপ্রদেশের শেয়োপুর জেলায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে আনন্দবাজার।

 

শেয়োপুর জেলার বাছেরি গ্রামের বাসিন্দা রঘুনাথ মালি ও তার স্ত্রী মঞ্জু। রঘুনাথ পেশায় কৃষক। গত সোমবার (৬ এপ্রিল) স্থানীয় এক বেসরকারি হাসপাতালে তাদের পুত্রসন্তান জন্ম নেয়। হাসপাতালের রেজিস্ট্রারে নাম নথিভুক্ত করার সময় জানতে চাওয়া হলে রঘুনাথ বলেন, ছেলের নাম রাখবেন “লকডাউন”!

 

কেন ছেলের এমন নাম রাখলেন জানতে চাইলে রঘুনাথ বলেন, এই ২১ দিনের লকডাউনে মানুষের উদ্বেগ, বাঁচার লড়াইকে সম্মান জানাতে চান তারা। আর এই অভূতপূর্ব পরিস্থিতিকে স্মরণীয় করে রাখতেই তারা ছেলের এমন নাম রেখেছেন। তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে ছেলের এই নাম স্থির করেছেন বলেও জানান তিনি।