শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

করোনায় খানপুর ওভিক্টোরিয়া হাসপাাতলে ২২ ডাক্তারের টেলিমেডিসিন সেবা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বৈশি^ক মহামারী করোনা ভাইরাস জেঁকে বসেছে নারায়ণগঞ্জে। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এমন অবস্থায় পুরো জেলা এখন দিশেহারা। সংকটে জরুরি স্বাস্থ্য সেবা প্রদানের জন্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ে ডাক্তারদের উদ্যোগে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে বিশেষ টেলি- মেডিসিন সেবা চালু করা হয়েছে। দিনে দুই শিফটে ৫ ঘণ্টা করে এই সেবায় যুক্ত থাকবেন ২২ জন ডাক্তার। যারা মেডিসিন, শিশু, সার্জারি, গাইনি ও নাক-কান-গলা বিশেষজ্ঞ। একেক চিকিৎসক সপ্তাহে তিনদিন এ সেবায় যুক্ত থাকবেন।

 

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে এ সেবা চালু করা হয়েছে। 

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ও টেলিমেডিসিন সেবার প্রধান সমন্বয়ক মো. সামসুদ্দোহা সরকার সঞ্চয় জানান, ‘ করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন স্থান লকডাউন করা হয়েছে। তবে হাসপাতালগুলে খোলা রয়েছে এবং আমরা আসছি। কিন্তু রাস্তাঘাট, যানচলাচল বন্ধ থাকার কারণে সমস্যা থাকা সত্ত্বেও রোগীরা আমাদের কাছে আসতে পারছে না। তাই স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বিএমএ এর সমন্বয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল ও নারায়ণগঞ্জ  জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চিকিৎসকরা এই সেবা শুরু করেছে। এ সেবার মাধ্যমে প্রতিদিন দুই শিফটে চিকিৎসকরা ফোনে রোগীদের চিকিৎসা সেবা দিবে। আর যদি ফোনে সেবা  দেয়া সম্ভব না হয় তাহলে প্রয়োজনের হাসপাতালে আসার পরামর্শ দেয়া হবে।’

 

তিনি আরো বলেন, ‘আমাদেও টেলি- মেডিসিন সেবার একমাত্র উদ্দেশ্য হলো, রোগীর সেবা নিশ্চিত করা। দুর্যোগকালীন সময়ে যে সকল রোগের সেবা ঘরে থেকেও দেয়া সম্ভব আমার সেটাই দিতে চাচ্ছি। তাই আমরা সর্বাক্ষণিক সেবা দিয়ে যাবো। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই  সেবা অব্যাহত থাকবে।’ 


 

এই বিভাগের আরো খবর