কাশীপুরে মহতি সাধুসঙ্গ ও লালন মেলা অনুষ্ঠিত

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম

মুক্তধাম আশ্রম ও লালন একাডেমীর ৬ষ্ঠ গুরু স্মরণ উপলক্ষ্যে মহতি সাধুসঙ্গ ও লালন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দেশের বিখ্যাত লালন সংগীত শিল্পীরা গান পরিবেশন করেন। বিশিষ্ট সমাজ সেবক মোঃ আসলাম'র সভাপতিত্বে এবং মুক্তধাম আশ্রমের প্রতিষ্ঠাতা ফকির শাহ জালাল'র পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাহজালালের গুরু ফকির পিয়ার সাহা, যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, ফকির মোজাম্মেল সাহা ও রুস্তম সাহা সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।