বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

‘কোভিড অর্গানিকস’  খেলে ১০ দিনে করোনা থেকে মুক্তি!

প্রকাশিত: ৮ মে ২০২০  

আন্তর্জাতিক ডেস্ক: ম্যালেরিয়া রোগের চিকিৎসায় কার্যকর ‘আর্তেমিসিয়া’ গাছের সঙ্গে অন্যান্য ওষুধি গুণ সম্পন্ন লতাপাতা দিয়ে তৈরি করা করোনাভাইরাসের হার্বাল ওষুধ ‘কোভিড অর্গানিকস’। মাদাগাসকারের মালাগাছি ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড রিসার্চের হয়ে যেটা তৈরি করেছেন ডাক্তার জেরোমি মুনিয়াগি।


বিষয়টি নজরে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। তারা বৃহস্পতিবার (৭ মে) আরো একবার এই হার্বাল ওষুধের ব্যাপারে সতর্ক করেছে। আর মাদাগাসকার সরকারকে উপদেশ দিয়েছে ক্লিনিক্যালি টেস্ট করতে। বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে যে এটা সত্যিই করোনা মুক্তিকে কাজ করে। এই ধরনের অবৈজ্ঞানিক হার্বাল ওষুধ ও চা পানে মানুষকে বিরত থাকতে বলেছে হু। যেসব দেশ এই হার্বাল ওষুধ কিনেছে ও কেনার আগ্রহ দেখিয়েছে তাদেরও সতর্ক করা হয়েছে।


এই হার্বাল ওষুধের প্রচারণা করেছেন মাদাগাসকারের রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোয়েলিনা। তাদের দাবি এই হার্বাল ওষুধ খেলে ১০ দিনের মধ্যেই করোনা থেকে মুক্তি পাওয়া যায়। এরপর ইকুয়েটোরিয়াল গিনি, গিনি বিসাউ, নাইজার, তানজানিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশ এই ওষুধ নিজ নিজ দেশের জন্য কিনে নেয়। অন্যান্য দেশ কেনার আগ্রহ দেখায়। বুধবার এটার সঙ্গে সম্পৃক্ত হয় দক্ষিণ আফ্রিকাও।


উল্লেখ্য, এই পর্যন্ত আফ্রিকা মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২ হাজার ৬১। সেরে উঠেছে ১৮ হাজার ৭৯১ জন। চিকিৎসাধীন রয়েছে ৩৩ হাজার ৬৩৯ জন।
 

এই বিভাগের আরো খবর