Logo
Logo
×

বিশেষ সংবাদ

ক্রীড়াক্ষেত্রে নারায়ণগঞ্জ কলেজের অভাবনীয় সাফল্য

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

ক্রীড়াক্ষেত্রে নারায়ণগঞ্জ কলেজের অভাবনীয় সাফল্য
Swapno


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আয়োজিত সরকারি তোলারাম কলেজের ব্যবস্থাপনায় আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ কলেজ দলীয় খেলায় নারায়ণগঞ্জ জেলার মধ্যে এককভাবে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

 

 

নারায়ণগঞ্জ কলেজ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ফুটবল বালক বিভাগে চ্যাম্পিয়ন, বালিকা বিভাগে চ্যাম্পিয়ন, ভলিবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন, বালিকা বিভাগে চ্যাম্পিয়ন, ক্রিকেটে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন, হ্যান্ডবলে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন, ব্যাডমিন্টন (দ্বৈত) বালিকা বিভাগে চ্যাম্পিয়ন, ব্যাডমিন্টন (এককে) বালক বিভাগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।

 

 

কলেজের ক্রীড়া ক্ষেত্রে সফলতা অর্জন করায় কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ হাতেম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হরমুজ আলী ও উপাধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। কলেজের ফুটবল কোচ হিসেবে ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আবদুল্লাহ পারভেজ এবং সহকারী কোচ হিসেবে ছিলেন রিফাত হোসেন লিখন।

 

 

ক্রিকেট কোচ হিসেবে মাকসুদ উল আলম ও সহকারী কোচ হিসেবে ছিলেন মো. আলম। ভলিবল কোচ হিসেবে আহাদ ও হ্যান্ডবল কোচ হিসেবে ছিলেন শান্ত। সেই সাথে খেলার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ কলেজের জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগঠক শরীফ মোহাম্মদ আরিফ মিহির।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন