শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

খানপুরে সড়ক সংস্কার কাজে ক্রুটি, অসন্তোষ কাউন্সিলরদের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১  

সংবাদ প্রকাশের পর তদন্তে খানপুরে সড়ক সংস্কার কাজের ক্রুটি পেয়েছে নাসিকের তদন্ত টিম। এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ করার জন্য ৪৮ ঘন্টা সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। সড়কের সংস্কার কাজে ফিনিসিং ত্রুটি পেয়ে অসন্তোষ প্রকাশ করে টিমের সদস্যরা।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খানপুর প্রধান সড়কের পরিদর্শনে আসেন নাসিকের তদন্ত টিমের প্রকৌশলী মো. মোস্তাফিজ ও শফিউল। এ সময় তাদের সাথে ছিলেন, নাসিক প্যানেল মেয়র মিনোয়ারা বেগম ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।

 

তদন্ত টিমের সদস্যরা বিভিন্ন প্েরশ্নর উত্তরে অসন্তোষ হলে রাস্তাটি সুন্দরভাবে সম্পন্ন করে দিবে বলে জানান ঠিকাদার রাসেল। এ সময় তদন্ত টিমের সদস্য ৪৮ ঘন্টা মধ্যে সড়কটি নিয়ম অনুযায়ী রাস্তা লেভেল ধরে কাজ সম্পন্ন করার নিদের্শ দেন।

 

এদিকে প্যানেল মেয়র মিনোয়ার বেগম ও কাউন্সিলর শওকত হাসেম শকু পরিদর্শন শেষে রাস্তা বিভিন্ন ক্রুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

 

এ ব্যাপারে প্রকৌশলী মোস্তাফিজ জানান, পরিদর্শনে এসেছি-অনেক কিছু দেখলাম-এগুলো মেয়র মহোদয়কে জানাব। আপনারা মেয়র মহোদয় থেকে জানতে পারবেন।
 

এই বিভাগের আরো খবর