শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

খালেদা জিয়ার জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই : রাজিব

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১  

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, দলের দূর সময়েও আমরা একত্রিত হতে পারছি না। দেশনেত্রী খালেদা জিয়া যাকে আমরা মায়ের মতো ভালোবাসি তার জন্যও কিছুই করতে পারতাছি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত সুচিকিৎসার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে কোন আন্দোলন সংগ্রাম করছি না। যদি কোন অগন্ত্রাতিক সরকারের বিরুদ্ধে লড়তে হয় তাহলে সবাইকে সংঘবদ্ধ হয়ে লড়তে হবে। এসকল ছোট ছোট কর্মসূচি এই ভাইয়ের নেতৃত্বে ওই ভাইয়ের নেতৃত্বে করলে হবে না । এভাবে কিন্তু দলও সুসংগঠিত হবে না আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মুক্তি হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই । এদেশের লক্ষ লক্ষ মানুষের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামীন উনাকে বাঁচাতে পারে। বিএনপির বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।  

শুক্রবার ( ২৬ নভেম্বর ) বিকেলে কাশিপুর ইউনিয়নের ফরাজীকান্দা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

এসময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।  জেলা ছাত্রদল নেতা ওমর ফারুক শোভনের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর আলী, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রতন, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কবির প্রধান। এসময়ে আরও উপস্থিত ছিলেন, কাশিপুর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ার হোসেন পোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ্ আলম ভুঁইয়া, সহ- সম্পাদক আঃ জব্বার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, কাশিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন, সামাউন ইসলাম স্বর্না, জেলা ছাত্রদল নেতা শাহাজাদা আলম রতন, আবদুর রহমান পিয়েল, রুবেল হোসাইন, তপু ভূঁইয়া, রুবেল কিবরিয়া, মাসুদ রানা, রিয়াজ হাসিব সিফাত, ফরহাদুল ইসলাম রসি, মো. সজিব, মো. হিজবুল, নাজমুল হাসান রাব্বি, মো. সুজন, রুহুল আমিন, মো. ফারুক প্রমুখ।

এই বিভাগের আরো খবর