বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

খেলা ধুলাই পাড়ে যুব সমাজকে অপরাধ থেকে বাঁচাতে: পারভীন ওসমান

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২  

 

নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের সহ ধর্মিনী পারভীন ওসমান বলেছেন, একমাত্র খেলা ধুলাই পাড়ে যুব সমাজকে অপরাধ থেকে বাঁচাতে। খেলা ধুলার পাশা পাশি সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকে নারায়ণগঞ্জে নাসিম ওসমানের মত রাজনীতিবীদ অভাব রয়েছে। তাছাড়া আমাদের ছেলে মেয়েরা খেলা ধুলায় আছে নাকি নানা অপরাধে জরিয়ে পরছে সে দিকে লক্ষ রাখতে হবে।

 

 

গতকাল নগরীর খানপুর পোল স্টার ক্লাব মাঠে মিশাল ফাউন্ডেশন আয়োজিত খানপুর প্রিমিয়ারলীগ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ভালো সমাজ গড়ে তুলতে হলে সবার আগে ছেলে মেয়েদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

 

 

অনুষ্ঠানে আলোচনা শেষে দুই দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। মিশাল ফাউন্ডেশনের চেয়ারম্যান নাইম হোসেন মিশালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খানপুর পোল স্টার ক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান।

 

 

এসময় উপস্থিত ছিলেন, খানপুর পোল স্টার ক্লাবের সাধারণ সম্পাদক এবি এম সাইফুল হাসান রিয়েল, খানপুর ব্রাঞ্চ রোড পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, খানপুর ইসলামি কাফেলার সাধারণ সম্পাদক শামসুজ্জামান ভাষানী, খানপুর ব্রাঞ্চ রোড পঞ্চায়েত পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন, কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিঃ সহ ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ কাজল, মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি আলমগীর কবির বকুল, জেলা ক্রীড়া সংস্থা সদস্য মো. আসলাম।
 

এই বিভাগের আরো খবর