Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

খোলা বাজারে বাড়ছে সুতার মূল্য

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৭:২৫ পিএম

খোলা বাজারে বাড়ছে সুতার মূল্য
Swapno

শহরের টানবাজার এবং নয়ামাটির বিভিন্ন খোলা সুতার বাজারে দাম দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সুতার ব্যবসায়ীরা। গত দুই মাসে এখানে বিভিন্ন প্রকার সুতার দাম কমপক্ষে ৭ থেকে ৮ টাকা বেড়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। আর গত এক বছরে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। খোলা বাজারে সুতার এই মূল্য বৃদ্ধির ফলে, এর প্রভাব থানকাপড় এবং দেশীয় পোশাক শিল্পে পড়ছে বলেও জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তাদের দাবি, মূলত তুলার মূল্যবৃদ্ধি এবং স্পিনিং মিলগুলোতে চাহিদা অনুযায়ী তুলা সরবরাহ করা যাচ্ছে না বলেই দিনদিন সুতার দাম খোলা বাজারে বৃদ্ধি পাচ্ছে।

 

নয়ামাটি এবং টানবাজারের একাধিক সুতার ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানায়, শতভাগ কটন ‘২৪/১ কাউন্ট’ সুতার বর্তমান বাজার মূল্য ১৫৪ থেকে ১৫৫ টাকা। কিন্তু গত দুই মাস আগে খোলা বাজারে একই সুতা ১৪৬ থেকে ১৪৭ টাকায় বিক্রি হতো। সেই সঙ্গে এই (২৪/১ কাউন্ট) সুতার মূল্য এক বছরে ৫০ থেকে ৫৫ টাকা বেড়েছে। অন্যদিকে, শতভাগ কটন ‘২৬/১ কাউন্ট’ সুতা গত দুই মাস আগে খোলা বাজারে বিক্রি হতো ১৪৮ থেকে ১৪৯ টাকায়, তবে এর দামও দুই মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ থেকে ১৫৬ টাকায়।

 

ব্যবসায়ীদের সাথে কথা বলে আরো জানা যায়, ‘৩০ কাউন্ট’ সুতার বর্তমান বাজার মূল্য ১৫৭ টাকা। অথচ গত পয়ত্রিশ থেকে চল্লিশ দিন আগেও এই (৩০ কাউন্ট) সুতার মূল্য ছিলো ১৪৭ টাকা। তাছাড়া ৬৫ ভাগ কটন এবং ৩৫ ভাগ পলিস্টর ৩০ কাউন্ট সুতার দামও দুই মাসের ব্যবধানে ৮ থেকে ৯ টাকা বেড়েছে।

 

লাফিয়ে লাফিয়ে খোলা বাজারে কেন সুতার দাম বৃদ্ধি পাচ্ছে? বিষয়টি জানতে চাইলে শহরের নয়ামাটি এলাকায় অবস্থিত জোৎস্না ট্রেডার্স’র পরিচালক হাজী মোহাম্মদ ফারুক হোসেন হাওলাদার যুগের চিন্তাকে বলেন, ‘আসলে আমাদের খোলা বাজারে দিনদিন সুতার দাম বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা এটি নিয়ে এখন খুবই চিন্তিত। তিনি বলেন, মূলত তুলার মূল্য বৃদ্ধি পাওয়ার ফলেই এখানে সূতার দাম বাড়ছে। তাছাড়া এলসির দাম বাড়ার ফলেও আমাদের এখানে সুতার দাম বাড়ছে।

 

টানবাজারের কুটিপাড়া এলাকার খলিল এন্ড ব্রাদার্সের এক কর্মচারী সাথে কথা হলে তিনিও একই কথা জানান। তিনি জানান, সুতার মূলবৃদ্ধির আসল কারণ হচ্ছে তুলার দাম বেড়ে যাওয়া এবং স্পিনিং মিলগুলোতে তুলার সংকট। তাই আমাদের কাছে মনে হয় যে, যদি সামনে তুলার দাম কমে তাহলে অবশ্যই আমাদের এখানে সুতার দাম কমবে।

 

নাম না প্রকাশ করার শর্তে কথা বলা এই সুতার দোকানের কর্মকর্তা আরো বলেন, আমাদের এখানে অর্থাৎ খোলা বাজারে সুতার মূল্য বেড়ে যাওয়ার ফলে এর প্রভাব সাধারণত স্থানীয় থান কপড়ের ব্যবসা এবং দেশীয় পোশাক শিল্পগুলোতে পড়ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন