Logo
Logo
×

নগরের বাইরে

গাঁজাসহ দুই নারী আটক  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

গাঁজাসহ দুই নারী আটক  
Swapno

 

আড়াইহাজারে দুই নারীকে আটক করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজাসহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

 

আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দপুর গ্রামের রুকু মিয়ার স্ত্রী আনোয়ারা (৪৬) এবং একই এলাকার রমজানের স্ত্রী খোদেজা (৪১)। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান জানান, অভিনব কায়দায় ওই দুই মহিলা ২ কেজি করে গাজা পেটের মধ্যে টেপ দিয়ে পেঁচিয়ে পাচারকালে তাদের সন্দেহ হলে আমরা মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করি।

 

মাদক আইনে মামলা দিয়ে রবিবার তাদের নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন