গাজীর পাশে আওয়ামী ভোট ব্যাংক ভোটের হিসাবে তৈমূর জিরো

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম

তৈমূর আলম খন্দকার নিজেও জানেন রূপগঞ্জের সাধারণ ভোটারদের মাঝে মাত্র দুটি দলের ভোট রয়েছে আর সেই দুটি দল হলো আওয়ামী লীগ আর বিএনপি। এছাড়া আরো কিছু ভোট আছে ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামীর। কিন্তু তৈমুর আলম খন্দকারের ব্যাক্তিগত কোনো ভোট নেই। ওই এলাকার বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন তৈমুর যখন বিএনপি করতেন তখন বিএনপির একটি গ্রুপ তাকে সমর্থন করতো।
কিন্তু তাদের ভাষায় তিনি দলের সাথে বেঈমানী করার পর তার সাথে অন্তত বিএনপির কেউ নেই। বরং যারা তার সঙ্গে ছিলেন তারা এবং তাদের পরিবারের সদস্যরা এখন বিক্ষুব্দ। কারন তারা মনে করেন তৈমুরের সাথে রাজনীতি করার কারনে তারা আজ বাড়িঘরে থাকতে পারছেন না। আবার তাদের কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে কারাগারে ভরেছে।
তাই তৈমুর পন্থী বিএনপি নেতারা এবং তাদের পরিবারের সদস্যরা রুপগঞ্জে তাকে প্রতিহত করার স্বিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তারা মনে করেন এটা সত্য যে গাজী গোলাম দস্তগীর একজন ভয়ংকর ব্যাক্তি। তিনি তার লোক দিয়ে গত পনেরো বছর ধরে তাদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরেও তার দলেরতো নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে।
যাকে মোকাবেলা করতে পাওে একমাত্র ধানের শেিষর প্রার্থী। তাই তৈমুর আলম খন্দকার এবার গাজী এমপির সাথে তার জামানত হারাবেন বলেই বিএনপির নেতাকর্মীরা মনে করেন।