Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

গাসিক নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৯:১০ পিএম

Swapno


আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড.মো.আজমত উল্লা খানের নৌকা মার্কা সমর্থনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর নেতৃত্বে গাজীপুরে গণসংযোগ করেন। গতকাল শনিবার (২০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লা নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য এড.হোসনে আরা বাবলী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা এরফান হোসেন দীপ, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ গোলাম মর্তুজা, আব্দুল মতিন পাগলা, ইসতিয়াফ উদ্দিন, কুতুব উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো.শাহজাহান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ নেতা এড.মোখলেছুর রহমান আমির, ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরি সদস্য মেহেদী হাসান রবির সহ প্রমুখ। উল্লেখ্য, আগামী ২৫ মে বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৪৮০ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে।
এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন