Logo
Logo
×

খেলাধূলা

গোল খরায় মেসি

Icon

যুগের চিন্তা স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:১৮ পিএম

গোল খরায় মেসি
Swapno

ইতিহাসের অন্যতম সর্বশেষ্ঠ খেলোয়াড় নিওলেন মেসি। যার নাম শুনলেই ভুড়ি ভুড়ি গোল আর নান্দনিয় এসিস্টের কথা মাথায় আসে। সেই মেসির পা থেকে এখন গোলের অভাব দেখছেন তার সমর্থকরা।

প্রতি সিজনে মেসির পা থেকে ২৫ থেকে ৪০ টা তো গোল থাকেই। ৬ বার পেয়েছেন গোল্ডেন বুটের সম্মাননা।  কিন্তু মেসির নতুন ক্লাবে গোলের দেখা মিলছে না। 

পিএসজির হয়ে লিগ ওয়ানে এখন অবধি মাত্র একটি গোল আর তিনটি এসিস্ট করতে পেরেছেন এই মহা তারকা। যদিও পিএসজি লীগে  ১৭ টি ম্যাচ ইতিমধ্যে খেলে নিয়েছেন।

 

উচলে ইতিমধ্যে ২ টি গোল করছেন লিও।পিএসজির জার্সিতে মোট ৩ গোল আর ৪ এসিস্টের অবদান রেখেছেন মেসি। 

 

যেই সংখ্যা তার নামের সাথে কখনোই মানানসই নন।

কিছুদিন আগে রেকর্ড ৭ম বারের মতো ব্যালন ডি'অর জিতে নেয় লিও। তার সমর্থকরা তার ছন্দে ফিরার আশাই করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন