Logo
Logo
×

রাজনীতি

চেয়ারম্যান হতে আগ্রহী ফতুল্লার একাধিক আওয়ামী লীগ নেতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পিএম

চেয়ারম্যান হতে আগ্রহী ফতুল্লার একাধিক আওয়ামী লীগ নেতা
Swapno

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্যে ফতুল্লা ইউনিয়ন একটি অন্যতম ইউনিয়ন। যে ইউনিয়নটিতে দুই যুগেরও বেশি সময় যাবৎ নির্বাচন বন্ধ থাকলেও দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়াম্যানের দায়িত্ব পালন করছে লুৎফর খন্দকার স্বপন।

 

তবে ফতুল্লা ইউপিতে নির্বাচন বন্ধের খরা কাটে ২০২১ সালের ২৬ ডিসেম্বর সেই নির্বাচনে সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যার লুৎফর খন্দকার স্বপন নৌকা মার্কা বিজয়ী হন এবং দীর্ঘদিনের ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার ২ বছরও স্থায়ীত্ব হলো না। চলে গেলেন না ফেরার দেশে।  

 

জানা যায়,  গত ২৩ শে সেপ্টেম্বর শনিবার তার নিজ বাড়িতেই অসুস্থ চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

এবং তার মৃত্যুর একদিন পরই স্থানীয় সরকার আইন ২০০৯ (ইউনিয়ন পরিষদ) এর ৩৫(২) উপধারা ১ অনুযায়ী অর্পিত ক্ষমতা অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত ফেরদৌস ঘোষনা করেন, ২০০৯ (ইউনিয়ন পরিষদ) আইন (৩৫) উপধারা (১) অনুযায়ী ২৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ মোতাবেক ৮ আশ্বিন ১৪৩০ তারিখ হতে ফতুল্লা ইউনিয়ন পরিষদ শুন্য ঘোষনা করা হয়।

 

আর ফতুল্লা ইউনিয়ন শুন্য ঘোষনা করার পর পরই ফতুল্লার বেশ কযেকজন আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান হতে আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের ১ নং কার্যকরী সদস্য আবু মোঃ শরিফুল হক, ও ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন চেয়ারম্যান হতে আগ্রহ প্রকাশ করেছে।

 

সর্বশেষ ফতুল্লা ইউনিয়ন পরিষদের আগ্রহ প্রকাশ করলেও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমানের নির্দেশনায় নৌকার প্রার্থী স্বপনকে সমর্থন করে চেয়ারম্যান প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতারা এবং তার পক্ষে সবাই একত্রিত হয়ে কাজ করে স্বপনকে নির্বাচিতও করে।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী চেয়ারম্যান পদে আগ্রহী প্রকাশ করে বলেন, সব কিছুই আল্লাহ তায়ালার ইচ্ছা, আল্লাহ তায়ালা চাইলে নির্বাচন কববো শুধু তাই নয় এই এলাকার জনগনকেও আমাকে চাইতে হবে এবং আমাদের এমপি মহাদয় আমাকে যদি মনোনীত করে তারপরই প্রার্থী হব।

 

এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবু মোঃ শরিফুল হক চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করে বলেন, আসলে দীঘদিন যাবৎ রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি, জনগনের সাথে সম্পৃক্ত আছি, আর জনগনের জন্য কল্যাণ বা কাজ করার জন্য জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আল্লাহর রহমতে কাজটা বেড়ে যায়। আর যদি এমপি মহাদয় এই এলাকার জনগন যদি আমাকে সমর্থন করে তাহলে আমি অবশ্যই ফতুল্লা ইউপিতে নির্বাচন করতে আগ্রহ দেখাবো।

 

এ বিষয়ে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম আগ্রহ প্রকাশ করে বলেন, আমি ফতুল্লা ইউপিতে চেয়ারম্যন পদে নির্বাচন করতে আগ্রহী যদি মহাদয় চায় তাহলে আমি অবশ্যই নির্বাচন করবো। এস.এ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন