শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ছাত্রলীগ নেতার বাড়িতে প্রাণ গেল দুই নির্মাণশ্রমিকের

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২২ জুন ২০২১  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২১ জুন) সন্ধ্যা৭টার দিকে শীতলক্ষ্যা নলুয়াপাড়া এলাকার ছাত্র লীগ নেতা কাউসার আহমেদের বাড়ির দ্বিতীয় তলায় কাজ করার সময় রাস্তার পাশে হাইভোল্টেজের তারের সাথে জড়িয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজু (২২), ফরহাদ (১৮)। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি সিলেটের জিরায় এলাকায়।

 

তারা নলুয়াপাড়া এলাকার কবির কন্ট্রাকটরের অধীনে নির্মাণ কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলর কবির হোসেন বলেন, আমার এলাকার কাউসারের বাড়িতে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিক বিদ্যুতায়িত হন। আহতদের মন্ডলপাড়া ফায়ারসার্ভিসের লোকজন উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

 


প্রত্যক্ষদর্শীরা জানান, কাউসারের বাড়ির দ্বিতীয় তলায় কাজ করছিলেন নির্মাণশ্রমিকরা। সোমবার সন্ধ্যার সময় দ্বিতীয় তলায় ঢালাইয়ের রড বিছানোর সময় দুই নির্মাণ শ্রমিকের হাতে থাকা রডটি রাস্তার পাশে হাইভোল্টেজের তারের উপর গিয়ে পড়ে যায়। সাথে সাথে তারা বিদ্যুতায়িত হন। এঅবস্থায় একজন ছিটকে নিচে পড়ে গেলেও আরেকজন নির্মাণশ্রমিক রডের সাথে ঝুলে থাকে। সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা দুইজনকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  

 


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও  সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নির্মাণাধীন বাড়ির কাজ করার সময় রাস্তার পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গেছে দুই নির্মাণ শ্রমিক এমন সংবাদে সেখানে ফায়ার সার্ভিসের একটি টিম যায়। দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। 
 

এই বিভাগের আরো খবর