শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

জেএসসি ও সমমানের পরীক্ষা প্রথম দিনেই অনুপস্থিত ১ হাজার ৪৭৫ জন

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের প্রথম দিন পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনের অনুপস্থিত ছিল ১ হাজার ৪শ ৭৫ জন পরীক্ষার্থী।


পরীক্ষার বিষয়সূচী অনুযায়ী প্রথম দিনে জেএসসি ও ভোকেশনাল পরীক্ষার বিষয় ছিলো বাংলা ১ম পত্র, জেডিসি পরীক্ষার বিষয় ছিলো কুরআন মজিদ ও তাজবিদ।


জেলা শিক্ষা শাখা সূত্রে জানা যায়, পুরো জেলায় ৩টি শিক্ষা বোর্ডের অধীনে ৪৮টি কেন্দ্রে  পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রের ১৮৯ টি ভেন্যুতে জেএসসি ও ৯টি কেন্দ্র’র ৭৮টি ভেন্যুতে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


জেএসসি পরিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩৮ হাজার ৭৭৭ জন ও অনুপস্থিত ছিল ১ হাজার ১শ ১৬ জন। জেডিসি পরীক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিল ৩ হাজার ৫শ ১৬ জন এবং অনুপস্থিত ২২৯ জন। এছাড়া ১১টি কেন্দ্রে ১ হাজার ৯০৮ জন কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ১৩০ জন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার জানান, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরো খবর