জেলা বিএনপির জনসমাবেশে দোলনের চমক প্রদর্শন

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ পিএম

বিএনপির জনসমাবেশ সফল করার লক্ষ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন এর নেতৃত্বে ফতুল্লা থানা ছাত্রদলের হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করে জনসমাবেশে অংশগ্রহণ করেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর তিনটায় ফতুল্লা ভূইঘর এলাকা থেকে মিছিল নিয়ে সাইনবোর্ডস্থ পাসপোর্ট অফিসের পিছনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি জনসমাবেশে শোডাউন নিয়ে যোগদান করেন।
এ সময় দোলনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, রিয়াদ দেওয়ান সদস্য সচিব ফতুল্লা থানা ছাত্রদল, ইয়াসিন আরাফাত যুগ্ম আহবায়ক,মোহন আহমেদ যুগ্ম আহবায়ক,এনামুল হক রাব্বী যুগ্ম আহবায়ক, নাফিজ আব্দুল্লাহ যুগ্ম আহবায়ক, কামরুল ইসলাম সজিব সাবেক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল,
মনির হোসেন সাবেক যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, ইলিয়াস হোসেন খোকা জেলা ছাত্রদল, মাহফুজ আহমেদ নিতুল যুগ্ম আহবায়ক ফতুল্লা থানা ছাত্রদল, রায়হান ইসলাম নিশাদ সাবেক যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, আসাদুজ্জামান অপু নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, জুম্মান হোসেন ইমন সভাপতি এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদল, ফারুক হোসেন সভাপতি কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল, নুরুজ্জামান খান সাধারণ সম্পাদক বক্তাবলী ইউনিয়ন ছাত্রদল, রাশেদুজ্জামান রাশেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফতুল্লা ইউনিয়ন ছাত্রদল, আব্দুল গাফফার সাকিব সাংগঠনিক সম্পাদক কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল, আব্দুল্লাহ সাংগঠনিক সম্পাদক বক্তাবলী ইউনিয়ন ছাত্রদল, হৃদয় মাদবর এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদল,আসিফ আহমেদ, সাকিব, অয়ন, কাউসার প্রমুখ।