Logo
Logo
×

সংগঠন সংবাদ

জেলা সমিতির নবনির্বাচিত দুই প্রতিনিধিকে নাগরিক কমিটির শুভেচ্ছা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৮:৫০ পিএম

জেলা সমিতির নবনির্বাচিত দুই প্রতিনিধিকে নাগরিক কমিটির শুভেচ্ছা
Swapno


নারায়ণগঞ্জ জেলা সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও বাংলার চোখ পত্রিকার সম্পাদক কেএম আবু হানিফ হৃদয় এবং তথ্য সম্পাদক বিটিভির জেলা প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বন্দর নাগরিক কমিটি।

 

 

মঙ্গলবার নারায়ণগঞ্জ সাইনবোর্ডে অবস্থিত সমিতির কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সমিতির সদস্য কবির সোহেল। এ সময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন ঝন্টু।

 

 

এর আগে গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে তারা উক্ত পদে নির্বাচিত হন। সম্মেলনে সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

 

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া, এসএম জাহাঙ্গীর হোসেন, অ্যাড. সাহিদা বেগম ও সাংবাদিক মাহবুবুর রহমান মাসুম।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন