বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ঝুঁকি নিয়েই শেষ মুহুর্তের কেনাকাটা

জহিরুল হক

প্রকাশিত: ১০ মে ২০২১  

ঈদ মানে খুশি। আর এই খুশিকে ঘিরেই শেষ মুহুর্তে করোনা ঝুঁকি নিয়েই মানুষ কেনাকেটা করতে ছুটছেন শহরের মার্কেটগুলোতে। করোনা আক্রান্তের ঝুঁকিকে উপেক্ষা করে মানুষ এখন মার্কেট মুখী। তাদের মধ্যে কর্মজীবী অনেক মানুষ এখনো কেনাকাটা করতে পারেনি। তাই কেনাকাটার পর্ব শেষ করতে মার্কেটে ঝুঁকছেন তারা। 

 

শহরের মার্কেটগুলোতে ঘুরে দেখা যায়, তাদের মধ্যে অনেকের মুখেই নেই মাস্ক। কারো কারো থাকলেও সেটা থুতনির নিচে বা পকেটে। নেই স্বাস্থ্যবিধির বালাই।

 

ঈদের শেষ মুহুর্তে কেনাকাটা প্রসঙ্গে হোসিয়ারী শ্রমিক মোঃ রবেল বলেন, কেনা কাটার মূল পর্ব শেষ। আজ আমার ছোট ভাই আরেকটি নতুন একটি পাঞ্জাবী পছন্দ করেছে ওর জন্য কিনবো আর আমার জন্য এক জোড়া জুতা কিনবো।

 

গৃহিনী সুমাইয়া জানান, মেয়ের জন্য জামা ও জুতা কেনা হয়েছে অনেক আগেই। এখন কিছু  কসমেটিক, মাথার ক্লিপ ও হাতের চুড়ি কেনার জন্য এসেছি। 

হোসিয়ারী শ্রমিক রুবেল ও গৃহীনি সুমাইয়ার মত আরো অনেকে পরিবার নিয়ে এসেছে কেনাকাটা করতে।

 

এই বিভাগের আরো খবর