বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা সফিউদ্দিনের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২  

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৭নং ওয়ার্ডের আমহাট্টা এলাকায় ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীক এ গণসংযোগকালে ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুলের তৈরী নৌকা দিয়ে বরণ করেন সাবেক এমপি হোসনে আরা বাবলী, ১৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আনিছ আহম্

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১৭নং ওয়ার্ডের আমহাট্টা এলাকায় ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীক এ গণসংযোগকালে ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুলের তৈরী নৌকা দিয়ে বরণ করেন সাবেক এমপি হোসনে আরা বাবলী, ১৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আনিছ আহম্

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সফি উদ্দিনের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার নাসিক ১৪নং ওয়ার্ডে ভূইয়ারবাগ এলাকার এক ভোটার জানান, সফিউদ্দিনের ছেলে ও ভাতিজারা এসে বাসা থেকে ভোটার আইডি কার্ড নিয়ে যাচ্ছেন ও তার সাথে মোবাইল নাম্বার ও বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছেন।

 

তারা ভোটার দের বলছেন আপনাদের বিকাশে টাকা আসবে এ বলে সকলের আইডি কার্ড ও  মোবাইল নাম্বার তারা নিয়ে যাচ্ছে।  তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে কাউন্সিলর প্রার্থী মনিরের এক লোক সফি উদ্দিনের ছেলে ও ভাতিজাদের টাকা লেনদেনে বাধা দিলে ভূইয়ার বাগ এলাকায়  মনিরের একজন বয়স্ক লোককে তারা মারধর করে। এ বিষয়ে দেওভোগ পানি ট্যাংকি এলাকার কালাম মিয়া নামে একজন  ভোটার জানান, আমরা এবার পরির্বতন চাই, এই ওয়ার্ডে সফি উদ্দিনের মত কাউন্সিলর চাইনা।

 

আমরা কোন সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী চাইনা। আমরা এই ওয়ার্ডে যোগ্য কাউন্সিলর চাই। মনির আমাদের এলাকার সন্তান, মনির খুব ভাল লোক, আমরা আগামীতে মনিরকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করব। মনির যখন কাউন্সিলর ছিল তখন এলাকার অনেক উন্নয়ন হয়েছে। এলাকায় কোন চোর, সন্ত্রাস, ক্যাডার ছিল না। এই সফি উদ্দিন কাউন্সিলর হবার পর থেকে এলাকায় চোরের আখরা, মাদক ব্যবসা বেরে গেছে। আমরা এই সব জনপ্রতিনিধি চাই না।

 

এ দিকে উকিলপাড়া এলাকার এক বাসিন্দা জানান, এই এলাকার যত মোবাইল চোর আছে সব সফি উদ্দিনের লোক। আমরা ও এবার পবির্তন চাই। নন্দীপাড়া এলাকার একজন জানান, অল্প বৃষ্টি হয়ে এই এলাকায় হাটু পানি জমে। এই এলাকার মানুষ বর্ষা ও বৃষ্টির সময় অনেক ভুগান্তিতে পরে। তাই আমরা ও এবার পরির্বন চাই।

এই বিভাগের আরো খবর