Logo
Logo
×

শিক্ষা

ট্রাম্বুল রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৯:১৭ পিএম

ট্রাম্বুল রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ 
Swapno


ট্রাম্বুল রোটারি ক্লাব ইউএসএ’র উদ্যোগে গতকাল বুধবার দুপুরে সোনারগাঁয়ে ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার পৌর এলাকার দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় ৩০ জন দরিদ্র শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেয়া হয়। শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, ডিকশনারী, স্কেল, পেনসিল, পেনসিল ব্যাগ ও ক্লিয়ার ব্যাগ প্রদান করা হয়। স্কুলের শিক্ষা কার্যক্রম বেগবান করতে স্কাউটদের জন্য একটি স্পিকার দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের জুতা ও স্কাউট শিক্ষকের পোশাক কেনার জন্য নগদ অর্থ দেয়া হয়।


শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী ট্রাম্বুল রোটারি ক্লাব ইউএসএ’র বোর্ড অফ ডিরেক্টর আনিসুজ্জামান বকুল। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, পৌর আওয়ামীলীগ নেতা নাজমুল আহসান মানিক, পৌরসভার ৬নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম টগর, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শিরিনা আক্তার,প্রধান শিক্ষক রাশেদা আক্তার, ব্যবসায়ী এস এম সরফুজ্জামান, রেজওয়ানউজ্জামান, ইকবাল হোসেন বাবুল,সাংবাদিক রবিউল হুসাইন ও মেরিনা সুলতানা প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন