শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ডাকাত ধরে পুলিশে দেওয়ায় জামিনে এসে প্রাণনাশের হুমকি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ মার্চ ২০২১  

সিদ্ধিরগঞ্জে ডাকাতি করতে গিয়ে ধরা পরা ডাকাতকে পুলিশে সোপর্দ করায় জামিনে এসে অস্ত্র হাতে সোপর্দকারীকে হামলার চেষ্টা ও প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল আনুমানিক ১০টায় মিজমিজি আব্দুল আলী পুল সংলগ্ন খালপাড় এলাকায় জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নিলয় পারভেজ রুবেলের বাড়িতে ঘটনাটি ঘটেছে। পরে এলাকাবাসী তোপের মুখে পড়ে পালিয়ে যায় অভিযুক্ত ঐ পুলিশের সোর্স পরিচয়দানকারী ডাকাতী মামলার আসামী শাকিল। 

 

এ ঘটনায় ঐ এলাকার মৃত আনু মিয়ার ছেলে শাকিল (২২), শাকিলের মা মনোয়ারা মন্ডা (৩৫), বোন রিনা (২৬) ও নানী মমতা (৫৫)’র বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিলয় পারভেজ রুবেল। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ সাদ্দাম হোসেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তের বাসায় গিয়ে তাদের ঘর তালাবদ্ধ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

 

নিলয় পারভেজ রুবেল জানান, মাস খানেক আগে আব্দুল আলী পুল এলাকায় সরদার বাড়ীতে ডাকাতী করতে গিয়ে ধরা পড়ে শাকিল। তাকে আমরা পুলিশে সোপর্দ করি। ডাকাতী মামলায় জেল খেটে জামিনে এসে আজ সকালে আমার বাসার সামনে দেশীয় ধারালো অস্ত্র হাতে নিয়ে আমাকে গালমন্দ করতে থাকে এবং মেরে ফেলবে হুমকি দিয়ে বাইরে আসতে বলে। পরে আশেপাশের লোকজন এসে তাকে চাপ সৃষ্টি করলে সে চলে যায়। এসময় শাকিলের মা, বোন ও নানীও গালমন্দ ও হুমকি প্রদান করে। 

 

এলাকাবাসী জানায়, শাকিল ও তার মা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চুরি, ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় একাধীক মামলা রয়েছে। এসব মামলায় তারা জেলও খেটেছে।

এই বিভাগের আরো খবর