মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

ডেমরা রানার্সের বার্থডে রান ২০২০ উদযাপিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

৫ কিলোমিটার ফ্রেন্ডলি রানের আয়োজনের মাধ্যমে ডেমরা রানার্স এর বার্থডে রান-২০২০ উদযাপিত হয়েছে।

 

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে এই ফ্রেন্ডলি রান চনপারায় গিয়ে শেষ হয়। দৌড়ে অংশগ্রহন করার জন্য ডেমরা ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে দৌড়বিদগণ রবিবার ভোর থেকেই স্টাফ কোয়ার্টারের হাজি হোসেন প্লাজার সামনে একত্রিত হয়।

 

রান ফর লাইফ বা জীবনের জন্য দৌড় এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালে ডেমরা রানার্স প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই সংগঠনটি নিয়মিত দৌড় অনুশীলন, দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত মিনি ম্যারাথন, হাফ ম্যারাথন, ফুল ম্যারাথনে অংশগ্রহনসহ সমাজের বিভিন্ন বয়সী বিশেষ করে তরুন সমাজকে দৌড়ের প্রতি উদবুদ্ধকরণ নিয়ে কাজ করছে।

 

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তাগণ সুস্থ জীবনে দৌড়ের প্রয়োজনীয়তা, ডেমরা থেকে আরও ভাল দৌড়বিদ তৈরি, গ্রুপের বিগত দিনের অর্জন এবং সামনের কর্মপরিকল্পনা সম্বন্ধে আলোচনা করেন।

 

এই আলোচনায় বক্তব্য রাখেন ডেমরা রানার্স গ্রুপের এডমিন ও মডারেটর প্যানেলের নুর আলম মুন, সিদ্দিকুর রহমান, আবুল বাশার, জামাল হোসেন, খোরশেদ আলম সাগর, জহিরুল ইসলাম ও আশরাফুল আলম।
 

এই বিভাগের আরো খবর