শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

ডেমরায় বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ডেমরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০  

রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শাহীন (২৮) নামে এক ভ্যানচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক ওই বাসের চালক (রাজধানী সুপার সার্ভিস লি:,ঢাকা মেট্রো ব-১১-৯৮৪৯) মো. শরিফকে (২০) গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

 

বাসচালক শরিফ ডেমরার ৪ নং গেইট সংলগ্ন কাউয়াটুঙ্গি এলাকার বাসিন্দিা।  মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে ডেমরা-রামপুরা সড়কের মীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ সময় নিহত মো. শাহীনের মাথার খুলি ভেঙ্গে মগজ ও দুই চোখ বেরিয়ে যাওয়ার পাশাপাশি রক্ত রাস্তায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে মঙ্গলবার দিনগত রাতে মৃতের বাবা আব্দুল খালেক বাসচালক শরিফের বিরুদ্ধে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. শাহাদত হোসেন।  

 

উল্লেখ্য: মঙ্গলবার বিকালে শাহীন ডেমরার মীরপাড়া থেকে তার ভ্যান চালিয়ে ষ্টাফ কোয়ার্টারে যাচ্ছিলেন। এ সময় ষ্টাফ কোয়ার্টার থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহন নামে ওই বাসটি সামনে থেকে শাহীনকে সজোরে ধাক্কা মারলে সে ঘটনাস্থলেই মারা যায়।

 

মৃত শাহীন নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া এলাকায় বসবাসরত শেরপুরের শ্রীবর্দি থানা এলাকার আব্দুল খালেকের ছেলে।  এদিকে ঘাতক ওই বাসচালকের ড্রাইভিং লাইসেন্স ছিলনা বলেও জানা গেছে। 

এই বিভাগের আরো খবর