Logo
Logo
×

রাজনীতি

তবে কি এবার সেলিম ওসমান মাইনাস হচ্ছেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

তবে কি এবার সেলিম ওসমান মাইনাস হচ্ছেন
Swapno

 

অবশেষে এডভোকেট তৈমূর আলম খন্দকার হলেন তৃণমূল বিএনপির মহাসচিব। তিনি তৃণমূল বিএনপিতে যোগ দেয়ার পর থেকেই নারায়ণগঞ্জের সাধারণ মানুষ বেশ পরিষ্কার করেই বলছেন তিনি সরকারের টোপ গিলেছেন। সরকার বিএনপিকে বাদ দিয়ে আর তিন মাস পরে যে নির্বাচনটি করতে চায় সেই নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি এবং প্রার্থী হবেন এডভোকেট তৈমুর। আর এই ক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনে তিনি নির্বাচন করবেন এবং নির্বাচিতও হবেন।

 

নিশ্চয়ই সরকারের কাছ থেকে এমন নিশ্চয়তা পেয়েই তিনি তৃনমূলে যোগ দিয়েছেন বলে মনে করেন নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। গত দুই দিনে তৈমুরকে নিয়ে এমন আলোচনাই চলছে সর্বত্র। গতাকাল নারায়ণগঞ্জের আদালত পাড়ায়ও এই আলোচনা ছিলো সর্বত্র। সাধারণ আইনজীবীদের কয়েকজনের সাথে আলাপ করে জানা গেছে তারা মনে করেন তৈমুর আলম সরকারের সাথে আলাপ আলোচনা করেই তৃনমূল বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে নিশ্চয়ই আসন্ন নির্বাচনে এমপি বানানোর টোপ দেয়া হয়েছে।

 

কারণ বিএনপির নামে তিনি এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এতে তার দুটি লাভ হতে পারে। ১) তিনি সরকারের কাছ থেকে মোটা অংকের টাকা পেতে পারেন। ২) তাকে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বানানো হতে পারে। এই ধরনের লোভ দেখানো না হলে এমনি এমনি তৃনমূল বিএনপিতে তার যোগ দেয়ার কথা নয়। আর যদি তাই হয় তাহলে এবারের নির্বাচনে আর এমপি হতে পারছেন না একেএম সেলিম ওসমান। সাধারণ আইনজীবীরা আরো মনে করেন সরকার এখন পর্যন্ত দেশে একটি পাতানো নির্বাচন করার পথেই হাঁটছেন।

 

সরকার চাইছে বিএনপিকে বাদ দিয়ে একটি নির্বাচন করতে। কিন্তু এ দেশে কোনো নির্বাচনে যদি আওয়ামী লীগ ও বিএনপি অংশ না নেয় তাহলে সেই নির্বাচন গ্রহনযোগ্য হতে পারে না। যদিও সরকার মনে করছে এবারও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদেরকে বোকা বানানো সম্ভব হবে। জাতীয় পার্টির পাশপাশি তৃণমূল বিএনপিকে কিছু আসন দিয়ে সরকার পশ্চিমাদের কাছে প্রমান করতে চাইবে যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং সুষ্টু হয়েছে। সরকারের এই পরিকল্পনারই অংশ হলেন এডভোকেট তৈমূর।

 

তাই শেষ পর্যন্ত সরকার যদি বিএনপি বাদ দিয়ে একটি নির্বাচন করতে সক্ষম হয় তাহলে এডভোকেট তৈমুরের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হবেন এই আসনের এমপি একেএম সেলিম ওসমান। তবে দিনে দিনে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়ন নাও হতে পারে বলে সাধারণ আইনজীবীদের অনেকে মনে করেন। গতকাল আদালত পাড়ায় গিয়ে বিভিন্ন পর্যায়ের আইনজীবীদের সাথে আলাপ কালে তারা এমন মতামত ব্যক্ত করেন। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন